শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কেন্দ্রীয় ব্যাংকের একগুচ্ছ ছাড়ের পরও অর্থ সংকটে ঋণ প্রদানে ব্যর্থ ব্যাংকগুলো

মো. আখতারুজ্জামান : [২] ব্যাংকগুলো সরকারের ঘোষিত প্রণোদনার ঋণ প্রদানে ব্যর্থ হওয়ায় নতুন করে ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। বিকল্প যে কয়েকটি পথ বেছে নেয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুনঃঅর্থায়ন তহবিল গঠন।

[৩] বৃহস্পতিবার ১৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। একইভাবে আরও ১০ হাজার কোটি টাকা নিয়ে আসা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

[৪] করোনায় সম্ভাব্য ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের জন্য সরকার থেকে ৭৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। অন্যদিকে দেড় শতাংশ সিআরআর কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যাতে করে ব্যাংকগুলো তারল্য সংকট কাটিয়ে উঠতে পারে। আর এর মাধ্যমে বাড়তি প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যাংকগুলোর হাতে চলে যায়।

[৫] গ্রাহক পর্যায় থেকে নগত অর্থ না আসায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা নাজুক হয়ে পড়ছে। ফলে প্রতিষ্ঠানগুলো প্রণোদনার অর্থের জোগান দিতে পারছে না।

[৬] আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের সামনে এখন বিকল্প সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৭] জানা যায়, ইতোমধ্যে ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৫০ হাজার কোটি টাকা গ্রাহকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ২৫ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক তার নিজস্ব উৎস থেকে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়