শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময় নষ্ট না করে বেশি বেশি কোরআন তিলাওয়াত করি

ইসমাঈল আযহার : রমযান মাস কোরআন নাযিলের মাস। আল্লাহ তাআলা এস মাসে কুরআন নাযিল করেছেন।আল্লাহ তাআলা বলেন-

شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَ بَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَ الْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ .

রমযান মাস, যাতে কুরআন নাযিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েতের দিশারী, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্যাসত্যের পার্থক্যকারী। অতএব তোমাদের যে এ মাস লাভ করবে, সে যেন তাতে অবশ্যই রোযা রাখে। সূরা বাকারা (২) : ১৮৫
তাই এ মাসে কোরআনের প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই নেকী ও কল্যাণের ক্ষেত্রে সকলের চেয়ে অগ্রগামী ছিলেন। রমযান মাসে এক্ষেত্রে নবীজী আরো অগ্রগামী হতেন। হযরত জিবরীল আলাইহিস সালাম রমযানের প্রতি রাতে নবীজীর নিকট আসতেন। তিনি নবীজীকে পুরো কোরআন শোনাতেন এবং নবীজীও তাকে কুরআনুল কারীম শোনাতেন। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস ১৯০২)

ইমাম বুখারী রাহ. উল্লেখ করেন, হযরত ফাতেমা রা. বলেন, নবীজী আমাকে চুপি চুপি বলেছেন, জিবরীল প্রতি বছর আমাকে কুরআন শোনান। এ বছর আমাকে তিনি দু’বার শুনিয়েছেন। আমার মনে হয়, আমার ‘সময়’ চলে এসেছে। সহীহ বুখারী (তা‘লীক), অধ্যায় : ‘জিবরীল নবীজীকে কুরআন শোনানো’

তাই তিলাওয়াতে কুরআন, তাদাব্বুরে কুরআন (কুরআনের আয়াত ও হেদায়াত নিয়ে চিন্তা-ফিকির করা) এবং কুরআনের প্রতি আমলে যত্নবান হওয়ার মাধ্যমে এ মাসকে প্রাণবন্ত রাখা ঈমানদারের কর্তব্য।

দুনিয়াবী অন্যান্য ঝামেলা কমিয়ে সময় নষ্ট না করে এ মাসে আমলের প্রতি, যিকির-আযকার ও তওবা-ইস্তিগফারের প্রতি মনোযোগী হওয়া; বিশেষভাবে কুরআন নিয়ে ব্যস্ত থাকা এ মাসের অন্যতম প্রধান আমল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়