শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা, ৩ জনের নামে মামলা

মো. মাহবুবুল আলম মিন্টু : [২] লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে নজির আহমেদ (৫৫) নামের রাজমিস্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৩ জনের নামে হত্যা মামলা রুজু হয়েছে। নিহতের ছেলে তারেক হোসেন (২৫) বাদী হয়ে একই বাড়ির হারুন মাল (৪৫), লিটন মাল (৪০) ও শান্ত মাল (২০) এর নামে এ মামলাটি দায়ের করেন। ৩০২ ও ১০৯ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে রায়পুর থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

[৩] রোববার সন্ধ্যায় (২৬ এপ্রিল) নিহত নজির আহমেদের লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার দুপুরে (২৫ এপ্রিল) উপজেলার চরমোহনা ইউপির চরমোহরা গ্রামের আব্দুল হামিদ মালের বাড়ীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করে বলে রাজমিস্ত্রী পরিবারের অভিযোগ।

[৪] মামলার এজাহার সুত্রে জানা যায়, বহুদিন ধরে দেড় শতাংশ জমি নিয়ে চরমোহরা গ্রামের নজির আহাম্মদ মালের বাড়িতে রাজমিস্ত্রী নজির আহমেদ পরিবারের সাথে একই বাড়ির হারুন মালের পরিবারের বিরোধ চলছে। শুক্রবার তারাবির নামাজের সময় ওই জমি নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। শনিবার দুপুরে ওই জমিতে নজির আহাম্মদের পরিবার সীমানা নির্ধারণ করতে গেলে গালমন্দ করে হারুনের পরিবার। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হারুনের ছেলে শান্ত নজির আহাম্মদের ছেলে তারেককে মারধর করে। এসময় নজির আহাম্মদ বাধা দিতে গেলে হারুন, লিটন ও শান্ত পিটিয়ে ও শ্বাসরোধ করে নজির আহমেদকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।

[৫] এ ঘটনায় অভিযুক্ত হারুন, লিটন ও শান্ত মাল পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে হারুন মালের স্ত্রী ফায়েজা বেগম বলেন, ঘটনার সময় নিহত নজির আহাম্মদ উপস্থিত ছিলেন না। তিনি কিভাবে মারা গেছেন তা আমরা জানিনা।

[৭] রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া সাংবাদিকদের বলেন, জমি নিয়ে বিরোধের জেরে নজির আহাম্মদকে হত্যার ঘটনায় দায়ের করার মামলার আসামী ৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়