শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নিরবে কর্মহীনদের পাশে সাবেক ছাত্রলীগ নেতা জিএস সুমন সরকার

এইচএম দিদার : [২] এক সময়ের মাঠকাঁপানো ছাত্রলীগ নেতা হাসানপুর সরকারি কলেজের সাবেক জিএস ও বাংলাদেশ আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সুমন সরকার প্রতিনিয়ত কোথাও না কোথায় নিরবে নিভৃতে করোনায় কর্মহীন হয়ে পরা দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন। দুঃসময়ে তিনি মানুষের পাশে থেকে সেবা বিলিয়ে দিচ্ছেন অকাতরে।

[৩] এ বিষয়ে কথা হলে তিনি বলেন," কভিড-১৯ ভাইরাসের নিরব দোর্দণ্ডশাসন ও প্রতাপে দিশেহারা বিশ্ববাসি। এর ধকল পোহাতে হচ্ছে আমাদেরও ,কর্মহীন হয়ে পরা দুঃসহ মানবেতর জীবন যাপন করছে অসংখ্য খেটে খাওয়া মানুষ।এসব মানুষের দুঃখ কষ্ট আমায় আবেগতাড়িত করে কাছে টানে।মনে হয় নিজেরও কিছু দায়-দায়িত্ব আছে তাই চেষ্টা করি কিছুটা হলেও নিরন্ন, অসহায়, সুবিদা বঞ্চিত মানুষগুলোর পাশে থাকতে।"

[৪] সাবেক জিএস সুমন বলেন," করোনায় কর্মহীন হয়ে পরা খেটে খাওয়া অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে সমাজের ধনাঢ্য ও বিত্তবানরাও এগিয়ে আসা উচিত।

[৫] সম্বলহীন মানুষকে সকল বৃত্তবানরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে একটি নতুন মানবিক বিশ্ব জেগে ওঠবে।"

তিনি আরো বলেন," করোনা আমাদের যেমন মানবিক হতে শিখিয়েছে তেমনি আমাদেরকে নিঠুর হতেও শিখিয়েছে।করোনার সংকটে আমরা বৈষম্য ভেদাভেদ না রেখে সকলেই সকলের প্রতি নৈতিক দায়িত্ববোধের সীমনা থেকে মানবিক হওয়া উচিত। আমি করোনার কারণে আমি অনির্দিষ্ট কালের জন্য আমার উত্তর সতানন্দী টিনসেড বাড়ি ও গজারিয়ার নতুনচাষী তিনতলা বাড়িটি ভাড়াটিয়াদের জন্য ভাড়া মওকুফ করে দিয়েছি।"
আমরা যদি অসহায় দুস্থদের প্রতি একটু সদয় হই তবেই নিরন্ন মানুষের মুখে হাসি ফুটবে।আর সেই উচ্ছ্বাসভরা অমলিন হাসিটাই হবে এ বিশ্বের শ্রেষ্ঠ অমূল্য রতন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়