শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেয়ার ব্যবস্থা করে দিলো হোয়াটসঅ্যাপ

ইয়াসিন আরাফাত : [২] হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে জানানো হয়েছে একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। এতদিন এই অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ চার ভিডিও ও অডিও কল করতে পারতেন। ফেসবুক জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব হোয়াটসঅ্যাপ গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।

[৩] সম্প্রতি এক ফেসবুক পোস্টে হোয়াটসঅ্যাপ থেকে একসঙ্গে ৮ জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, নিয়মিত ৭০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার হোয়াটসঅ্যাপ কলে ৮ জন যোগ দিতে পারবেন।


[৪] হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের ফোনে এই ফিচার পৌছে যাবে। অর্থাৎ আগামী স্টেবেল আপডেটেই নতুন গ্রুপ কলিং ফিচার পৌঁছবে হোয়াটসঅ্যাপ-এ।


[৫] একই ফেসবুক পোস্ট থেকে ম্যাসেঞ্জার রুমস লঞ্চের কথা জানিয়েছেন জাকারবার্গ। এর ফলে ম্যাসেঞ্জার থেকেই একসঙ্গে ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। জুম-কে টেক্কা দিতেই এই ফিচার নিয়ে এসেছে ফেসবুক।

[৬] বিশ্বব্যাপী মোট ২৫০ কোটি গ্রাহক ম্যাসেঞ্জার ব্যবহার করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে এই ফিচার পৌঁছে যাবে। ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম গ্রাহকদের যোগ দেয়ার ব্যবস্থা থাকছে। এমনকি ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করে ব্রাউজার থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার ব্যবস্থা থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়