শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণস্বাস্থ্যের টেস্টিং কিট এখনো কতোগুলো ধাপ অতিক্রম করতে হবে?

মোহাম্মদ এ আরাফাত : যেকোনো নতুন আবিষ্কারই আমাদের উৎসাহিত করে। বিশেষ করে সংকটকালে তা আরও আশাব্যঞ্জক। তবে আবিষ্কৃত উপাদানটি সঠিক কিনা বা মানুষের উপকারে আসবে না বিপদ বাড়াবে সেজন্য সবসময় কিছু সাবধানতামূলক প্রক্রিয়া অবলম্বন করতে হয়। গণস্বাস্থ্যের করোনাভাইরাস টেস্ট কিটের কাজ এখন যে পর্যায়ে আছে সেখান থেকে দেশের আইন অনুযায়ী তাদের আরও কতোগুলো ধাপ অতিক্রম করতে হবে এবং তা করতে হবে মানুষের কল্যাণের স্বার্থেই।
১. প্রথম ধাপে : উদ্ভাবক প্রতিষ্ঠান (এক্ষেত্রে গণস্বাস্থ্য) আইন অনুযায়ী একটি থার্ড পার্টি ঈড়হঃৎধপঃ জবংবধৎপয ঙৎমধহরুধঃরড়হ বা ঈজঙ-এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। বাংলাদেশে আইসিডিডিআরবিসহ মোট নয়টি এমন থার্ড পার্টি প্রতিষ্ঠান (ঈজঙ) আছে। ২. দ্বিতীয় ধাপে : (ক্লিনিক্যাল ট্রায়াল আগে) উদ্ভাবক প্রতিষ্ঠান, ঈজঙ কে সঙ্গে নিয়ে প্রটোকল (চৎড়ঃড়পড়ষ) প্রস্তুত করে পাঠাতে হবে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (ইগজঈ)-এর ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটিতে। ৩. তৃতীয় ধাপে : ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটির অনুমোদনের পর সেখান থেকে অনুমোদিত প্রটোকলটি যাবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যাডভাইজারি কমিটিতে।
৪. চতুর্থ ধাপে : ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যাডভাইজারি কমিটির অনুমোদনের পর, ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, যা আইন অনুযায়ী হতে হবে একটি থার্ড পার্টি বা ঈজঙ-এর মাধ্যমে। বাংলাদেশে আইসিডিডিআরবিসহ মোট নয়টি এমন থার্ড পার্টি প্রতিষ্ঠান (ঈজঙ) আছেÑ যা আগেই উল্লেখ করেছি। এই ক্লিনিক্যাল ট্রায়াল মানেও কিন্তু অনুমোদন নয়। ৫. পঞ্চম ধাপে : ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ সম্পন্ন হলেই কেবল চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরে।
৬. ষষ্ঠ ধাপে : তারপর সফলতা সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন আসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ড্রাগ কন্ট্রোল কমিটি থেকে। অর্থাৎ উপরে উল্লেখিত ধাপগুলো সম্পন্ন না করে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে কিট হস্তান্তরের কোনো সুযোগ নেই। উল্লেখিত ধাপগুলো সম্পন্ন করা প্রয়োজন জনকল্যাণের স্বার্থেই, না হলে মানুষের উপকার হওয়ার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়