শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত রোগীদের সামাল দিতে দ্রুত অস্থায়ী হাসপাতাল নির্মাণ করছে সিঙ্গাপুর

ইয়াসিন আরাফাত : [২] ইতোমধ্যে দেশটির বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র হলসহ অস্থায়ী স্থাপনাগুলোকে হাসপাতালে রূপ দেয়া হয়েছে। অস্থায়ী হাসপাতাল নির্মাণের আয়োজক কমিটির সদস্য জোসেফ ট্যান জানান, পুরো অবকাঠামো স্থাপনের প্রক্রিয়াটি শেষ করতে ৬ দিন লেগেছে। এশিয়ান নিউজ, হিন্দুস্তান টাইমস, জিও নিউজ

[৩] করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য যে স্থানগুলোকে অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে তার একটি হচ্ছে চাঙ্গি এক্সিবিশন সেন্টার। এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এশিয়ার সবচেয়ে বড় উড়োজাহাজ প্রদর্শনী। এখানে করোনায় আক্রান্ত ও করোনা থেকে সুস্থ হচ্ছেন এমন ৪ হাজার মানুষকে রাখা যাবে। শনিবার প্রথম ব্যাচের রোগী হিসেবে বাংলাদেশি ও ভারতীয় শ্রমিকদের এখানে আনা হয়েছে।

[৪] এছাড়াও এক্সপো নামের কাছেরই একটি কনফারেন্স সেন্টারে কয়েক শতাধিক করোনা আক্রান্তকে রাখা হয়েছে। তানজং পাগার নামের শিপিং-কনটেইনার বন্দরকেও অস্থায়ী হাসপাতালে রূপ দেয়ার কাজ চলছে। এখানে প্রায় ১৫ হাজার বিদেশি শ্রমিককে রাখা যাবে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

[৫] বর্তমানে সিঙ্গাপুরে প্রায় ১৩ হাজার মানুষ করোনায় সংক্রামিত হয়েছেন। তাদের অধিকাংশই স্বল্প বেতনের বিদেশি শ্রমিক। সংক্রামিত বিদেশি শ্রমিকদের আপাতত বিভিন্ন ডরমেটরিতে রাখা হয়েছে।

[৬] সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকরা যেসব ডরমেটরিতে আছে তার অধিকাংশের পরিবেশ ঘিঞ্জি। এসব ডরমেটরির প্রতিটি কক্ষে গড়ে ১২ থেকে ২০ জন শ্রমিককে থাকতে হয়। দেশটির কয়েকটি ডরমেটরিতে প্রায় তিন লাখ শ্রমিককে থাকতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়