শিরোনাম
◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত আকারে কারখানা খোলায় দলবেধে আসছে পোশাক শ্রমিক

শরীফ শাওন : [২] আশপাশের এলাকা থেকে ময়মনসিংহ সদরে আসতে ১০ থেকে ১৫ টি যানবাহন পরিবর্তন করতে হচ্ছে শ্রমিকদের। এরপরও কয়েক মাইল হেটে তারা ঢাকা আসার চেষ্টা করছেন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকেই পুলিশি বাধা উপেক্ষা করে পোশাক শ্রমিকরা ফেরিতে করে দলবেধে ছুটে আসছেন।

[৩] শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, কারখানা চালু করা হয়েছে। নির্দিষ্ট সময়ে যেতে না পারলে চাকরি থাকবে না। এছাড়াও বেতন ও বোনাস পাওয়া যাবে না। একারণে বাধ্য হয়ে কর্মস্থলে যেতে হচ্ছে।

[৪] বিজিএমইএর সহ সভাপতি ফয়সাল সামাদ জানান, শুধুমাত্র কারখানার আশেপাশে থাকা কর্মীদের নিয়ে কারখানা চালুর সিদ্ধান্ত নেয়া হয়। চালু করা কারখানাগুলোতে শ্রমিকের উপস্থিতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ শতাংশ। তিনি বলেন ধীরগতিতে কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর দুরান্তে যাওয়া কর্মীদের কারখানায় না আনতে মালিকদের বলা হয়েছে।

[৬] বিকেএমইএর সহ সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, সদস্য কারখানা মালিকদের প্রতি সংগঠনের নির্দেশ, দূর দূরান্ত থেকে কোনো শ্রমিক নিয়ে আসা যাবে না। যারা কারখানার আশপাশে রয়েছে তাদেরকে দিয়েই ছোট পরিসরে কাজ শুরু করতে হবে। কারখানাগুলোতে ৩০ শতাংশের বেশি উপস্থিতি বাড়ানো যাবে না। অনুপস্থিতির জন্য কারও চাকরিও যাবে না।

[৭] তিনি বলেন, নিটিং, ডাইয়িং এবং স্যাম্পল শেকসনে কর্মরত লোকসংখ্যা খুব কম। তাই ২৬ এপ্রিল থেকে এগুলো চালু করা হয়েছে। ২ মে থেকে বাকি কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। তবে জরুরী কার্যাদেশ থাকলে, সল্প পরিসরে কারখানা খুলতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়