শিরোনাম

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাখালী ডিএনসিসির কাঁচাবাজারের ছাদের পরিবর্তে ঢামেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার দাবি ড্যাবের

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনটির দাবি, করোনা আক্রান্ত রোগীদের সেবাপ্রদান করতে গিয়ে ইতিমধ্যে ৩৭১ জন চিকিৎসকসহ ৬শতাধিক স্বাস্থ্যকর্মী ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক আইসোলেশন ও কোয়ারেন্টাইনে আছেন। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুরু থেকেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন নিবর্তনমূলক, অসম্মানজনক, বৈষম্যমূলক, বিমাতাসূলভ পরিপত্র জারি করছেন।

[৩] ড্যাব নেতারা বলেন, সরকারকে এই সিদ্ধান্তে পরিবর্তন করে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সমৃদ্ধ ও আই সি ইউ সম্পন্ন ঢাকাস্থ কোন মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের জন্য ডেডিকেটেড করার দাবি জানিয়েছেন।

[৪] রোববার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ চিকিৎসাসেবা প্রদান করে সারা বিশ্বের অনেক দেশে জাতীয় বীর, বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন আংগিকে সম্মানিত হচ্ছেন। বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ যথাযথ ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যাতীত সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা ভাইরাস এর বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছে।

[৫] নেতৃবৃন্দ বলেন, সরকারের এই সিদ্ধান্ত অপরিপক্ক, অপরিকল্পিত এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিনা চিকিৎসায় অকাল মত্যুর দিকে ঠেলে দেওয়ার অপপ্রয়াস। বাংলাদেশে স্বাস্থ্য বিভাগে চিকিৎসকসহ অন্যান্য জনবল অপ্রতুল। সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন ভুল সিদ্ধান্তের জন্য করোনার ভয়াবহ ছোবলের দ্বারপ্রান্তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়