শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯০ টাকার আদা এক লাফে ৩৬০ টাকা

রাজু আলাউদ্দিন : [২] পর্যাপ্ত সরবরাহ থাকলেও করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে আমদানিকারক ও ব্যবসায়ীরা।

[৩] আদা দিয়ে গরম চা খেলে করোনা ভাইরাস ভালো হয়, শুধু এ তথ্যের ওপর ভিত্তি করে ৯০ টাকার আদা পৌঁছে যায় ৩৬০ টাকায়। কিন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আদা এখন বাজারেই নেই।

[৪] আমদানিকারকদের তালিকা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দোকান এবং গুদামে গুদামে ঘুরছেন। তালিকায় যাদের আমদানিকারক হিসেবে নাম আছে বাজারে তাদের সেই নামের কোনো অস্তিত্বই মিলছে না। বাকিরা দোকান বন্ধ করে চলে যাচ্ছেন।

[৫] চট্টগ্রাম জেলা প্রশাসন নিবাহী ম্যাজিস্ট্রেট আলী হোসেন বলেন, পেঁয়াজ, রসুন আদার এ তিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বাজার মনিটরিংয়ে আমরা কাজ করছি।

[৬] সকালে একদিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খাতুনগঞ্জে ঢুকছেন। অন্যদিকে সিন্ডিকেট আমদানিকারক এবং ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানের শাটার বন্ধ করতে শুরু করেন। চট্টগ্রামে ৩৫ জন আদার আমদানিকারকসহ বিভিন্ন পণ্যের কয়েকশর বেশি আমদানিকারক থাকলেও ৫ জনকেও খুঁজে পাননি ভ্রাম্যমাণ আদালত। অনেককেই তারা দোকান খুলতে বাধ্য করেন।

[৭] চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে দোকানগুলোর কাগজপত্র খতিয়ে দেখছি। খাতুনগঞ্জেই ৫ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদাম রয়েছে। যারা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বিভিন্ন স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি করে পাইকারি বিক্রি করেন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়