শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামী পরিত্যক্ত যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ৫মাসের “অন্তঃসত্ত্বা”

সাইফুল কবির, বাগেরহাট: [২] বাগেরহাটে মোংলায় অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে অসহায় এক যুবতী। এলাকার স্থানীয় প্রভাবশালীদের স্বেচ্ছাচারিতার কারণে নবাগত এ শিশু পিতার পরিচয় পাচ্ছেনা বলেও অভিযোগ উঠেছে। তবে ওই যুবতীর দাবি, এলাকার আয়নাল নামের যুবক তার অসহাত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর করে ধর্ষণ ও অবৈধ মেলামেশায় ৫মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরেছে স্বামী পরিত্যক্তা ওই যুবতী।
[৩] মোংলা উপজেলার চাদঁপাই ইউনিয়নের নারকেলতলা এলাকার আয়নাল নামে ওই যুবক এ ঘটনা মিথ্যা ও যুবতীকে নষ্ট বলে অপবাদ রটায়।

[৪] সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

[৫] অভিযুক্ত যুবক আয়নালকে এ কাজে বাঁধা প্রদান করলেও তাকে ভয়ভীতি দেখাতেন বলেও যুবতী অভিযোগ করেন। দিনের পর দিন এ অবৈধ মেলামেশার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকায় জনমনে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

[৬] প্রভাবশালী একটি মহল তাকে সুবিচার পাইয়ে দেয়ার নাম করে বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করে। স্থানীয়দের মাঝে ঘটনাটি প্রায় ৬দিন অতিবাহিত হলেও মোটা অংকের টাকার বিনিময় এটিকে ধামাচাপা দেয়ার চেষ্টায় ব্যর্থ হয় প্রভাবশালী ওই মহলটি।স্থানীয় ইউপি মেম্বারের সাঙ্গপাঙ্গরা টাকার বিনিময় ওই নারীর গর্ভপাত করানোর চেষ্টা করলেও ডাক্তারের চাপের মুখে তা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
[৭] এ বিষয়টি সমাধান না করে আয়নাল কোথাও কোন অভিযোগ না করার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেও জানায় ভুক্তভোগীর পরিবার।

[৮] সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল জানান, শনিবার মেয়েটি ও তার পরিবারের সদস্যরা আমাকে মৌখিক ভাবে জানিয়েছে, তবে এলাকায় তাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং লিখিত আবেদন করার জন্য বলা হয়েছে। ওই এলাকায় পুলিশও পাঠানো হয়েছে, আবেদন পেলেই মামলা নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার/রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়