শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলের উপর জন্ম-মৃত্যু বিয়ে সংসার, মাছ শিকারই জীবন জীবিকা মানতা সম্প্রদায়ের

খোকন আহম্মেদ, বরিশাল: [২] আধুনিক সভ্যতায় মানুষ যেখানে উন্নত জীবন-যাপন করছে, পাশাপাশি নৌকায় সেই মানুষেরই জন্ম, বিয়ে, সংসার ও মৃত্যুর ব্যাতিক্রম চিত্রও রয়েছে। নদীতে নৌকায় ভেসে মাছ শিকার করে চলে তাদের সংগ্রামী জীবন-সংসার। যে নদীর পানিতে তাদের জীবন, সেখানেই তাদের মৃত্যুর ঘটনা। নিজস্ব কোন ভূমি না থাকায় মৃত্যুর পর এসব মানুষের লাশ নদীর পাড়েই দাফন করা হয়। ব্যাতিক্রম জীবন-যাপানে অভ্যস্ত এ মানুষগুলো মুসলমান হলেও মানতা সম্প্রদায় নামেই তারা পারিচিত। মাছ শিকার করে মানুষের আমিষের চাহিদা মেটাচ্ছে এসব মানুষগুলো।

[৩] স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনার রক্তক্ষয়ী সংগ্রামেও এদের অনেকের রয়েছে অগ্রনী ভূমিকা । কিন্তু সেই স্বাধীন দেশে স্বাধীনতার স্বাদ কতটুকুই বা ভোগ করেছেন তারা। শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ কোন মৌলিক চাহিদা জুটছে না তাদের ভাগ্যে। নেই স্যানিটেশন ব্যবস্থা, পুষ্টিকর খাদ্যের যোগান কিংবা বিশুদ্ধ পানির সুবিধা।

[৪] স্বাধীনতার প্রায় ৩৭বছর পর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগের অধিকার পেলেও নাগরিক হিসেবে কতটুকুই বা সুবিধা ভোগ করতে পারেন এসব মানুষগুলো। তাদের ভোটে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন তারাই বা কতটুকু খোঁজ রেখেছেন এসব মানুষের।

[৫] প্রাকৃতিক ঝড়-ঝঞ্জা উপেক্ষা করে জীবন বাঁজি রেখে রাত দিন একাকার করে মাছ ধরে কোন মতে জীবন চলে এসব মানুষগুলোর। সচেতনতা ও সুযোগের অভাবে তাদের সন্তানগুলো শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছেন। সামান্য অক্ষরজ্ঞানও অর্জন করতে পারে না তারা। বড় হয়ে তাদের বেঁছে নিতে হয় মা-বাবার মাছ ধরার পেশাকেই।

[৬] জেলার বানারীপাড়ার সন্ধ্যা নদীতে নৌকায় বসবাসকারী ২০টি মানতা পরিবারের সর্দার শহিদুল ইসলাম শহিদ জানান, বাড়ি ঘর না থাকায় নৌকায়ই তাদের ঘর বসতি। প্রাণঘাতি করেনা ভাইরাসের কারণে হাট-বাজার বন্ধ ও মানুষজন তেমন একটা বাড়ি থেকে বের না হওয়ায় মাছ বিক্রি করা ছাড়া তারাও নৌকা থেকে ডাঙায় ওঠেন না। তিনি আরো জানান, জীবিকার প্রয়োজনে নৌকায় বসেই তারা সন্ধ্যা নদীতে বিভিন্ন মাছ শিকার করছেন। সবার শিকার করা মাছ একত্রিত করে তা নিয়ে দু’একজন সাজের বেলা বানারীপাড়ার ফেরী ঘাটে কিছু সময়ের জন্য নৌকা থেকে উঠে মাছগুলো বিক্রি করে আবার নৌকায় ফিরে গিয়ে অবস্থান নেয়।

[৭] সূত্রমতে, জেলার মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, বানারীপাড়া, শরীয়তপুর, মাদারীপুরের কালকিনি, উপকুলীয় জেলা পটুয়াখালীর পানপট্টি, চরমনতাজ, গলাচিপা, কালাইয়া, বগা, বদনাতলী, উলানিয়াসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন নদী ও মোহনাগুলোতে এ সম্প্রদায়ের কয়েক হাজার লোক নৌকায় বসবাস করছে। বাড়ি ঘর না থাকায় প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের কারণেএসব পরিবারগুলোর হোম কোয়ারেন্টাইন চলছে ভাসমান নৌকায়।

[৮] খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাসের দুর্দীনে এ পর্যন্ত নৌকায় বসবাস করা এসব মানুষগুলোর মধ্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের অনুপ্রেরনায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুন নেত্রী শাকিলা ইসলাম এবং বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা পৃথকভাবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়