নজরুল ইসলাম : [৩] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ৭১ নম্বর ওয়ার্ডের মান্ডা এলাকার বাজারে কোনও তদারকি নেই।
[৪] রাস্তার ওপর বসানো ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে পচা খেজুর ও মানহীন আপেলসহ বিভিন্ন ফল।
[৫] বিক্রি হচ্ছে অননুমোদিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও।
[৬] রাস্তার ওপর বাজার বসানোর কারণে এখানে নিশ্চিত হচ্ছে না শারীরিক দূরত্বও।
[৭] আদার মূল্যও এখানে অতিরিক্ত রাখা হয়।
[৮] এই প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, তদারকি করা হবে।
--