শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারিতে কেমন আছেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা-মা

লাইজুল ইসলাম : [২] আপনের চেয়ে পর ভাল আর পরের চেয়ে বৃদ্ধাশ্রম। কঠিন এই বাস্তবতাকে মেনে অনেক বৃদ্ধ বাবা-মা আশ্রয় নেন সেখানে। বিশ্বের করোনা মহামারির সময় কেমন আছেন বৃদ্ধাশ্রমে থাকা সেই সকল বাবা-মা? এই পরিস্থিতিতে সব থেকে ঝুকিতে আছেন প্রবীণ এই মানুষেরা। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার পরবর্তী হটস্পট হতে পাড়ে এই সকল বৃদ্ধাশ্রমগুলো।

[৩] ছোটবেলায় সন্তানকে উলা বিবির গল্প শোনাতেন। আবার ভীত সন্তানকে বুকে আগলে সাহসও দিতেন কিন্তু এই বৈশ্বিক মহামারীর সময় একাকী নিঃসঙ্গ মানুষগুলোর পাশে নেই কেউ।

[৪] বাবা ও মায়েরা বলেন, এই অবস্থায় আমরা যেমনই থাকি বাচ্চারা যাতে ভালো থাকে। তাদের ছোট বেলা থেকে আমরা কোলে পিঠে করে বড় করেছি। তাদের কাছে যেতে ইচ্ছে করলেও তারা তো ডাকে না। তাই যেতেও পারি না।

[৫] বলা হচ্ছে, করোনায় সংক্রমিত হওয়ার সবথেকে বেশি ঝুঁকিতে বয়োবৃদ্ধ এই ব্যক্তিরা। বার্ধক্যজনিত কারণে এই সকল মানুষেরই মৃত্যুর হার বেশি।

[৬] যদিও বৃদ্ধাশ্রমগুলোর মান নিয়েও রয়েছে প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, এই পরিস্থিতি মোকাবেলায় সাধ্যমত পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মত, এই ভাইরাস সংক্রমণের হটস্পট হতে পারে বৃদ্ধাশ্রমগুলো।

[৭] কঠিন এক সত্য, কঠিন এক বাস্তবতা। জীবনের এই শেষ সময়ে এতটুকু স্বজন সান্নিধ্য না পেলেও এই বৃদ্ধ মানুষগুলোর চাওয়া তাদের সন্তানদের যেন দেখতে না হয় এমন দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়