শিরোনাম

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ বছর পর নচিকেতাকে তার সুরেই চ্যালেঞ্জ জানালেন ডাক্তার

মুসফিরাহ হাবীব: [২] নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী । পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। ১৬ বছর পর এবার সেই নচিকেতাকে তারই গানের সুরে সুরে চ্যালেঞ্জ জানিয়েছেন কলকাতার এক ডাক্তার। নাম অনির্বাণ দত্ত। করোনাভাইরাস মহামারীর এই সময়ে অনির্বাণের এই গান ছড়িয়ে পড়েছে সংগীতপ্রেমীদের ফেসবুকের দেয়ালে দেয়ালে। তার গানের বিষয়বস্তুও ডাক্তার।

[৩] ২০০৪ সালে প্রকাশিত ‘এই আগুনে হাত রাখো’ অ্যালবামের ‘ও ডাক্তার’ শিরোনামের গানটিতে ডাক্তারি পেশাকে ‘কসাই’-এর সঙ্গে তুলনা করেছিলেন নচিকেতা। আর এখন করোনাভাইরাস যুদ্ধের সামনের সারিতে থাকা চিকিৎসকদেরই একজন অনির্বাণ দত্ত পাল্টা নচিকেতার সমালোচনা করে ডাক্তারদের ‘কসাই’ বলার শোধ নিলেন একই সুরে। গানেই তিনি নচিকেতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাস্তায় নামার।

[৪] চিকিৎসক অনির্বাণ দত্ত জানান, নচিকেতার গান শোনার পর দীর্ঘদিন আগুন বুকে পুষেছেন। এখন করোনাযুদ্ধে যখন চিকিৎসকদের ‘জাতীয় বীর’ বলা হচ্ছে, তখনই এই মোক্ষম জবাব দিলেন তিনি। নচিকেতার গানে বলা হয়েছিল, ‘ও ডাক্তার/ তুমি কত শত পাস করে, এসেছ বিলেত ঘুরে/ মানুষের যন্ত্রণা ভোলাতে/ডাক্তার মানে সে তো, মানুষ নয়/ আমাদের চোখে সে তো ভগবান/ কসাই আর ডাক্তার একি তো নয়/ কিন্তু দুটোই আজ প্রফেশন/ কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে/ তোমার আছে ক্লিনিক আর চেম্বার’।

[৫] এর পাল্টায় অনির্বাণ তার গানে বলেছেন, ‘আমি ডাক্তার/ ডাক্তার মানে তো সে মানুষই হয়, স্বার্থ জন্ম দেয় ভগবান/ শিল্পী আর গিরগিটি একি তো নয়, কিন্তু দুটোয় বদলায় রং/ জাত তুলে গালাগাল শিল্প নয় কোনোদিন, গিরগিটিদের বোঝা তা দরকার’। রাস্তায় নামার আহ্বান জানিয়ে গানে বলা হয়, ‘সাহস যদি থাকে নচিকেতা, একবার নেমে এসো পথে/ তুমি তো বুকে জ্বেলেছিলে আগুন, তুমি তো পার বদলাতে/ পথেই দেখা হবে, পথেই লেখা হবে, পথেই বিচার হবে গানটার/ আমি ডাক্তার, আমিই ডাক্তার’।

গানের ভিডিও লিংক:

https://www.facebook.com/sangbadpratidin.in/videos/353606178928909/?v=353606178928909

  • সর্বশেষ
  • জনপ্রিয়