শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মুক্তি পেতে বাবা রামদেবের ‘তেল’ তত্ত্ব!

ডেস্ক রিপোর্ট : [২] ‘নাকের ফুটোয় দুই ফোঁটা সরিষার তেল দিলেই করোনাভাইরাস শেষ হয়ে যাবে’- এমন তত্ত্ব দিয়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। একটি অনুষ্ঠানে এ তথ্য দেন তিনি।

[৩] রামদেবের এই তত্ত্ব নিয়ে আলোচনা এখন সর্বত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যমের অনলাইনভিত্তিক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন তত্ত্ব দেন আলোচিত এই যোগগুরু। সমালোচনাও হচ্ছে বেশ।

[৪] অনুষ্ঠানে বাবা রামদেব বলেন, ‘বয়স্করা, বিশেষ করে যাদের হাইপার টেনশন বা হার্টের সমস্যা রয়েছে, তারা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন, তবে বুঝে নিতে হবে তাদের শরীরে করোনা নেই। একইভাবে কম বয়সীদের ক্ষেত্রে এক মিনিট শ্বাস বন্ধ রেখে এই পরীক্ষা চালানো যেতে পারে।’

[৫] রামদেব আরও বলেন, ‘করোনাকে নিঃশেষ করতে যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দুই ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনালীতে যদি করোনাভাইরাস থাকে, তবে তা পেটে চলে যাবে। আর সেখানে অ্যাসিডে করোনার জীবাণু মারা পড়বে।’

[৬] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এ ভাইরাসকে শেষ করতে শরীরে জীবাণুনাশক অথবা অতিবেগুনী রশ্মি প্রয়োগের ‘তত্ত্ব’ দিয়েছিলেন। সেই তালিকায় নতুন তত্ত্ব যোগ করলেন বাবা রামদেব। যেখানে বিশ্বব্যাপী গবেষক-বিজ্ঞানীরা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ওষুধ আবিষ্কারের জন্য লেগে আছেন। অবশ্য, এ ধরনের তত্ত্ব নিয়ে চিকিৎসাবিজ্ঞানীরা কোনো মন্তব্যই করার প্রয়োজনবোধ করছেন না।

[৭] বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত প্রায় ২৯ লাখ।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়