শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লকডাউন’ মডেল কি আমাদের মতো দেশের জন্য প্রযোজ্য?

কামরুল হাসান মামুন : লকডাউন মডেল কি আমাদের মতো দেশের জন্য প্রযোজ্য? লকডাউন সেই দেশেই সম্ভব যেই দেশ অর্থের দিক দিয়ে ধনী, যেই দেশের সরকার রাষ্ট্র পরিচালনায় দৃঢ় এবং দক্ষ এবং একই সঙ্গে মানবিক, যেই দেশের মানুষ আইন মানে এবং সভ্য ও শিক্ষিত। আমাদের দেশের একটি বড় অংশ মানুষ দিন আনে দিন খায়। তাদের লকডাউনের নামে কীভাবে ঘরে রাখবেন? এখন আবার রোজা এসে গেছে। রোজা মানে পুরুষরা মসজিদে গিয়ে তারাবি বা খতমে তারাবি পড়বে। পাকিস্তানের ইমাম সম্প্রদায় ইতোমধ্যেই লকডাউনের বিরুদ্ধে একাট্টা হয়েছে এবং মসজিদে গিয়ে তারাবি পড়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশেও হয়তো তাই হবে। আবার মানুষদের অসচেতনতার কারণেও মানুষ লকডাউনে থাকতে চায় না। বাংলাদেশ কিংবা পাকিস্তান কেন? স্বয়ং আমেরিকাতেও লকডাউনের বিরুদ্ধে আন্দলোন জোরদার হচ্ছে। লাসভেগাসের মেয়র ইতোমধ্যেই এক সাক্ষাৎকারে বলেছেন, সেখানকার ক্যাসিনোসহ সব কিছুই যেন খুলে দেওয়া হয়। আসলে করোনা পরিস্থিতিতে জীবন না জীবিকা আগে এই দুটি এখন দুই মেরুতে অবস্থান করছে। জীবন বাঁচাতে হলে লকডাউন সফল করতে হবে। আবার লকডাউন বেশিদিন চললে জীবিকা বন্ধ থাকার কারণে খাবারের অভাবে মানুষ মরবে।ইতোমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের গার্মেন্টসের মালিকরা সরকারকে চাপ দিচ্ছে সীমিত আকারে হলেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেন খুলে দেওয়া হয়। বাংলাদেশে করোনার বিস্তারে গার্মেন্টস মালিকদেরও জোরালো ভূমিকা আছে। এর আগেও ইন্ডাস্ট্রি খোলার নামে কর্মীদের যেইভাবে ঢাকায় এনেছেন আবার বন্ধ ঘোষণা করে যেইভাবে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়েছেন তাতে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছেন। এছাড়া কর্মীদের বেতন না দিয়ে প্রতিদিনই কর্মীদের রাস্তা অবরোধ চলছে। ৩০ বছর ধরে এই কর্মীদের উপর দাঁড়িয়ে তারা বাড়ি, গাড়ি ও বিদেশে অর্থ পাচার করে ফুলেফেঁপে উঠেছেন। কর্মীদের কয়েকমাস বেতন দিয়ে চালিয়ে যাওয়ার এইটুকু সক্ষমতা নিশ্চয়ই মালিকদের আছে, কিন্তু সেই আত্মাটা তাদের নেই। এ সব কিছুর কারণে আসলে লকডাউন কার্যকরী হবে না। আর বিকল্প কোনো মডেলও আমাদের জানা নেই। তাই লাখ লাখ মানুষের মড়ক সম্ভবত আসন্ন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়