শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে করোনার থাবা আক্রান্ত ২, মোল্লাডাঙ্গা গ্রামকে লকডাউন ঘোষণা

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ প্রতিনিধি : [২] এদের মধ্যে একজন পুরুষ (৩২) ও একজন নারী শিক্ষিকা (৩৫)। শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ সেলিমা বেগম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কালীগঞ্জে আক্রান্তকারী পুরুষের বাড়ী ও তার মোল্লাডাঙ্গা গ্রামটি লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। অপরদিকে ঝিনাইদহ উপশহরে আক্রান্ত ওই নারীর বাড়ীটিও লকডাউন করছে প্রশাসন।

[৩] শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, থানার ওসি মাহফুজুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শিরিন ওই গ্রামে গিয়ে আক্রান্তকারীর বাড়ী ও গ্রামটি লকডাউন ঘোষনা করে আসেন।

[৪] এ জেলাতে আক্রান্ত মধ্যে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের পুরুষটি গত ৪ দিন আগে ঢাকা থেকে বাড়ীতে এসেছে। সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাতে দিনমজুর শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। অপরদিকে ঝিনাইদহ উপশহর পাড়ার হাসান ক্লিনিক এলাকার বাসিন্দা একজন নারী। তিনি চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। গত ২১ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

[৫] কালীগঞ্জে করোনা শনাক্ত ব্যাক্তির গ্রামটিতে গিয়ে নিরাপত্তার সার্বিক ব্যাবস্থাপনার বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, গত ২২ এপ্রিল ভাঙ্গা উপজেলা থেকে সে কালীগঞ্জে তার গ্রামের বাড়িতে আসে। এ সময়ে ওই ব্যাক্তির করোনা চেক করতে নমুনা পাঠানো হয়েছিল। শনিবার সকালে তার করোনা পজেটিভ এসেছে।

[৬] তিনি আরো জানান, ওই ব্যাক্তিটি এই কয়দিনে তার গ্রামে মসজিদে নামাজ ও মৃত ব্যাক্তির জানাজা পড়া সহ বেশ কয়েকটি স্থানে ঘুরেছিল। এ কারনে আক্রান্ত ব্যাক্তি তার বাড়ির একঘরে ও তার স্ত্রী ৩ সন্তাদের অন্য আরেকটি ঘরে রাখা হবে। তাকে মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্্র এর ডাক্তারগন সার্বিক যোগাযোগ ও চিকিৎসাপত্র দেবেন।

[৭] ইউএনও আরো জানান, যেহেতু ওই আক্রান্ত ব্যাক্তি গ্রামের অনেক মানুষের সংস্পর্ষে আসতে পারে বলে তাদের ধারনা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়