শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় অর্ধশতাধিক ওয়েবসাইটকে নজরদারিতে আনা হয়েছে: র‌্যাব ডিজি

সুজন কৈরী: [২] করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা উল্লেখ করে র‌্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ১১ জন গুজব রটনাকারীকে আইনের আওতায় আনা হয়েছে।

[৩] শনিবার র‌্যাবের প্রধান কার্যালয় থেকে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দেখলে যাচাই না করে লাইক-শেয়ার করে থাকেন, যার কারণে অনেকেই আইনের আওতায় চলে আসেন। আবেগতাড়িত হয়ে, না জেনে লাইক-শেয়ার না দেয়ার অনুরোধ জানান তিনি। তথ্যের সত্যতা নিশ্চিত হতে প্রয়োজনে র‌্যাবের ফেসবুক পেজ র‌্যাব সাইবার ভেরিফিকেশন সেলের সহায়তা নিন।

[৪] রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে র‌্যাব কাজ করছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়াতে হবে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রমজানে সবাই যেন নির্বিঘেœ চলতে পারে এজন্য র‌্যাবের টহলদল নিয়োজিত আছে।

[৫] করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে প্রায় ১২ হাজার পরিবারকে ৬৩ হাজার ৬২৬ কেজি চাল, ১২ হাজার ৫৭২ কেজি ডাল ও ১২ হাজার ২৪৯ কেজি তেলসহ অন্যান্য নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। শুধু ত্রাণ সামগ্রী বিতরণ নয়, র‌্যাব সিরাজগঞ্জের দুগ্ধ খামারিদের পাশেও দাঁড়িয়েছে। তাদের কাছ থেকে ৩৫ হাজার লিটার দুধ র‌্যাব সদস্যদের জন্য কেনা হয়েছে।

[৬] করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, র‍্যাব ৩৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এতে মোট ২ হাজার ২৪০ জনকে ৩ কোটি ৪০ লাখ টাকার বেশি জরিমানা করেছে। স্বাস্থ্য সুরক্ষা সংশ্লিষ্ট সরঞ্জাম নিয়ে প্রতারণা করার দায়ে ১৮টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে। ৯ জনকে কারাদÐ দেয়া হয়েছে। পাশাপাশি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে।

[৭] এছাড়া লকডাউনের শুরুতে পেঁয়াজ, চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির অপচেষ্টাকারীদেরও ছাড় দেয়া হয়নি। এ ধরনের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানের ১০ জনকে কারাদÐ দেয়াসহ এক কোটি ৩২ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সরকারি খাদ্য সামগ্রী উদ্ধার এবং আত্মসাতে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়