শিরোনাম

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের সিভাসুতে শুরু হয়েছে করোনাভাইরাস নমুনা পরীক্ষা

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: [২] চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) চালু হয়েছে চট্টগ্রামে দ্বিতীয় করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার ল্যাব।

[৩] শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ল্যাব থেকে সকাল ১১টার দিকে বিশটা নমুনা (স্যাম্পল) দেয়া হয়েছে বলে জানিয়েছেন ল্যাবের তত্ত্বাবধায়ক থাকা প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী। তিনি জানান, এ স্যাম্পল পরীক্ষা করে রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।

[৪] সন্ধ্যায় রিপোর্ট বিআইটিআইডি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এই দিকে শুরুতে একটি পিসিআর মেশিনেই এই নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সিভাসুতে আরও ৫টি মেশিনে নমুনা পরীক্ষার জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে।

[৫] অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকীর জানান, শুরুতে একটি পিসিআর মেশিনে পরীক্ষা শুরু করা হয়েছে। যদি (সরকার বা স্বাস্থ্য প্রশাসন) চাইলে ৫টি মেশিনে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম চালানো যাবে। ল্যাব পরিচালনা করার জন্য পর্যাপ্ত ভোলান্টিয়ারও পেয়েছি। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়