শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মাদারীপুরে নতুন শনাক্ত ২, তবে আইইডিসিআর তথ্য ১ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধিঃ [২] জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা দাঁড়ালো ২৮-এ ।

[৩] তবে আইইডিসিআর এর দুপুরের প্রেসব্রিফিং-এ দেশে ৯ জনের মৃত্যুর কথা জানানো হয়, সেখানে মাদারীপুর জেলারও একজন রয়েছে বলে বলা হয়। তবে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের কাছে সে বিষয়ে কোন তথ্য নেই।

[৪] মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত হওয়া দুইজন রাজৈর উপজেলার। এর মধ্যে একজন বাজিতপুর ইউনিয়নে পূর্বে আক্রান্ত তিনবছরের শিশুর মা। আর অপরজনের বাড়ি খালিয়ার সাতপাড় এলাকা।

[৫] এ পর্যন্ত মোট ১৬৪১ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৪২৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছে।

[৬] আইইডিসিআর এর প্রেসব্রিফিং-এ মাদারীপুর জেলার এক মৃত্যুর ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মৃত্যু ব্যক্তির বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। সিভিল সার্জন স্যার আইইডিসিআর এ যোগাযোগ করেছেন তারা এ বিষয়ে এখনও আমাদের কোন তথ্য প্রদান করেন নাই। আমাদের কাছে মাদারীপুর জেলায় যে ২৮ জনের শনাক্তের তথ্য রয়েছে তাদের মধ্যে পূর্বে একজন মৃত্যুবরণ করেছিলেন। এছাড়া বাকি ২৭ জনের মধ্যে কেউ আজ মৃত্যুবরণ করেন নাই।

[৭] তিনি আরও জানান, শিবচরে চিকিৎসক ও তার সন্তান হোম আইসোলেশনে রয়েছন। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩৭৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

[৮] শনিবার ৫০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪৮ জন নেগেটিভ ও ২ জন পজেটিভ এসেছে। জেলায় সর্বমোট ৩২৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন ২ জন শনাক্ত হওয়া মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা ২৮ জন। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ৫ জন এবং কালকিনি ১ জন।

[৯] মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ করেন। সম্পাদনা: জেরিন আহমদে

  • সর্বশেষ
  • জনপ্রিয়