শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিম জং উনের মৃত্যুর দাবি করলেন চীনের রাষ্ট্রসমর্থিত প্রভাবশালী মিডিয়া মোগল [২] নিশ্চিত করেনি আর কোনও সূত্র

আসিফুজ্জামান পৃথিল: [৩] এই খবর প্রকাশের পর পিয়ংইয়ংয়ে মেডিক্যাল টিম পাঠিয়েছে চীন। এরপরে এই নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। হংকং টিভি, স্কুপ হুপ, গার্ডিয়ান, নিউজ উইক

[৪] এইচকেএসটিভি বা হংকং স্যাটেলাইট টেলিভিশনের একজন উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে জানিয়েছেন ‘নির্ভরযোগ্য সূত্র’ থেকে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। বেশ কয়েকদিন ধরেই গুজব রয়েছে কিম জং উনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে।

[৫] ওই উপপরিচালক চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভাতিজি।

[৬] গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে স¤প্রচার করা হয়েছিল। এদিকে গত সোমবার গুজব ছড়িয়ে পড়ে- হার্টের জটিল অপারেশনের পর কিম জং উনের অবস্থা গুরুতর। আর সেই দাবি করেছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে।

[৭] নাম প্রকাশ না করার শর্তে নিউজ উইকের এক প্রতিবেদকের কাছে পেন্টাগনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, উনের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছে যুক্তরাষ্ট্র। তবে তার রোগাক্রান্ত হওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে কোনো সঠিক তথ্য নেই।

[৮] শনিবার উত্তর কোরিয়ার স্বশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকির অনুষ্ঠানেও অনুপন্থিত ছিলেন কিম জং উন। এদিন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চীন থেকে আসা চিকিৎসাদল তার স্বাস্থ্য পর্যালোচনা করছে।

[৯] উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ এই দিবসের অনুষ্ঠানে ক্ষমতার আসার পর কখনই এমন দিন আসেনি, যেখানে কিম উপস্থিত ছিলেন সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়