শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবী রাজত্ব করে কাড়ি কাড়ি টাকা গোনা দেশগুলো এখন লাশ গুনতে ব্যস্ত

আক্তারুজ্জামান : সফল স্যাটেলাইট উৎক্ষেপণ। লাখ লাখ মাইলে আক্রমণ করতে সক্ষম এমন মিসাইল আবিষ্কার। ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। আর পরমাণু বোমার নিত্য নতুন ডিজাইন তৈরি করাই ছিলো উন্নত বিশে^র কাজ। আর তাদের প্রত্যেকটা কাজই ছিলো খবরের শিরোনাম। আজ পুরো বিশ^ একেবারেই শান্ত। এই সময়েও তারাই শিরোনামে। কোনো ব্যতিক্রম ঘটেনি।

বড্ড কঠিন সময় পার করছে দুনিয়ার মানুষ। তবে একদিক থেকে ভালোই হয়েছে। পৃথিবীর আকাশ-বাতাস কিছুটা স্বস্তি পেয়েছে। আর পৃথিবীর এই স্বস্তিতে হাসি মুছে গেছে বিশ^ নিয়ন্ত্রণকারী রাঘব বোয়ালদের। নিজেদের কাড়ি কাড়ি টাকা সত্ত্বেও দুর্যোগ মোকাবেলা করতে পারছে না তারা।

নতুন খনির সন্ধান। তেল সম্পদে পরিপূর্ণ দেশে সৈন্য প্রেরণ করে সেগুলোকে রাজত্ব। নিয়মিত হামলা করা। ওই দেশগুলোর অভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ করে একটু ঝামেলা পাকিয়ে রাখা। যাতে করে তাদের আক্রমণ নিয়ে ভাবার সময় না পায়। কি সুন্দর ক্যালকুলেটিং! তাতে করে তেলে মজুদ বাড়ে আর ডলারের মূল্য তরতর করে উপরে ওঠে। আহ! কি সুন্দর হিসাব!

তবে সব হিসাব চুকিয়ে দিচ্ছে ছোট্ট অদৃশ্য এক শত্রু। করোনাভাইরাস বা কোভিড-১৯ নামে বিশ^ দাপিয়ে বেড়াচ্ছে। থেমে গেছে শক্তিধর দেশগুলোর আধিপত্য। আকাশে নেই কোনো বিমান, বাতাস হয়েছে কার্বন আর বারুদ মুক্ত। সাগরের জলে নেই দূষিত কালো তেলের আস্তরণ, নেই জাহাজের তীর্যক ধ্বনি। সব শান্ত। আর সেই স্তব্ধতা আরও বাড়িয়ে দিয়েছে লাশের সংখ্যা।

জিডিপি, মাথাপিছু আয়, বাজেট, প্রতিরক্ষা খাত, পররাষ্ট্রনীতি, বাণিজ্যনীতি কত শত হিসাব ছিলো মোড়লদের। অন্য দেশের উপর অবরোধ আরোপ। কখনো শুল্ক নেয়ার কথা তো কখনো শুল্ক ছাড়ার কথা। কখনো যুদ্ধ বিরতির কথা তো আবার নতুন সৈন্য পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া। কখনো অন্যের মতামত নেন তারা। নিজেরা যেটা বলেছেন, ভেবেছেন সেটাই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। কিন্তু আজ! কি হচ্ছে আজ! এটা কি ভেবেছিলেন একটুও?

নাহ তারা ক্ষমতার এমন পর্যায়ে চলে গিয়েছিলেন যে এমন কিছু হবে এটা ভাবেনওনি কখনো। এতো এতো সম্পদ থাকা সত্বেও নিজেদের রক্ষার জন্য একটুও প্রস্তুত রাখেননি! নিউইয়র্কের মর্গে লাশের স্তুপ জমে আছে। রাস্তায় মানুষ পড়ে আছে। লাশের সংখ্যা গুনতে গুনতে দিশেহারা হয়ে উল্টাপাল্টা কথা বলতেও দ্বিধা করছেন না তারা।

তবে সময় এসেছে ভিন্নভাবে ভাবার। ভিন্ন কিছু করার। বিজ্ঞানের জয়োগান গেয়ে গেলেন আর ছোট্ট ভাইরাসে লাশের মিছিল দেখলেন, তাহলে কি হবে এই বিজ্ঞান দিয়ে? একটু নতুনভাবে ভাববে পৃথিবী। নতুন কিছু করবে বিশ^। আবার হাসবো আমরা, দেখবো আলো। সবকিছু আবার হবে ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়