শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে অসহায় মানুষদের পাশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

সুজিৎ নন্দী : [২] মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে তার মাধ্যমে আগামী তিন বছর মানুষের কল্যাণ করা সম্ভব হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না।

[৩] সরকারের দেয়া খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি এই দুর্যোগময় সময়ে তিনি নিজেও ব্যক্তিগতভাবে অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে চলছেন।

[৪] তিনি আরও বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এই করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকাকে সচল রাখতে কৃষি উৎপাদন, হাঁস-মুরগী, গরু-ছাগল পালন অব্যহত রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের গৃহীত কর্মসূচিও সফল করা অপরিহার্য।

[৫] তিনি পিরোজপুরে এসে করোনা পরিস্থিতিসহ অসহায় মানুষদের জন্য করনীয় নিয়ে বৈঠক করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তার নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় যাচ্ছেন। সেখানে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করছেন। বর্তমান দুর্যোগ মোকাবেলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত সরকারের সহায়তা কার্যক্রমের বার্তা পৌঁছে দিচ্ছেন মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে। অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

[৬] পাশাপাশ তিনি ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কর্মহীন নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্তসহ বর্তমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের খাদ্য সহায়তা ও অর্থ সহায়তা দিচ্ছেন। করোনা সংক্রমণ এড়াতে লকডাউন মেনে চলার আহবান জানাচ্ছেন সাধারণ মানুষকে।

দুর্যোগময় অবস্থায় পেশাগত দায়িত্ব পালনের জন্য পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের পিপিই প্রদান করেছেন। আইনজীবী ও সাংবাদিকদের দিয়েছেন অনুদান।

[৭] করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন। পিরোজপুরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা, জনসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছেন। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।

[৮] গত কয়েকদিনে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর-১ আসনের তিন উপজেলায় ১০ হাজার কর্মহীন ও অসহায় পরিবারকে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেছেন। পিরোজপুরে কর্মহীন হয়ে পড়া বাস চালক, শ্রমিকসহ গণপরিবহনের শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

[৯] খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর শহরের কামার, কুমার, তাঁতী, জেলে, হরিজন (মুচি, মেথর, ডোম), নরসুন্দর (নাপিত, ক্ষৌরকার, পরামানিক), রজকদাস (ধোপা), শাঁখারী (শাঁখা প্রস্তুতকারী), সৎকারকর্মী (চন্ডাল), হরিদাস, ঋষি (চর্মকার), স্বর্ণকার কারিগরসহ ১১ ধরণের পেশায় নিয়োজিত কর্মজীবিদের।

[১০] পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ব্যক্তিগত অর্থায়নে তার আসনের কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ১৫ হাজার পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। এসব পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিড়া, আধা লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আলু পৌঁছে দেয়া হবে বলে জানান, খাদ্য সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ।

[১১] এস এম বায়েজিদ জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম পিরোজপুরের মানুষদের খোঁজ খবর নিয়ে আসছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি জীবনের ঝঁকি নিয়ে পিরোজপুরে ছুটে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার জন্য সর্বসাধারণকে আহবান জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়