শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে করোনা আক্রান্ত তিন ব্যাক্তি রামু হাসপাতালে, ৪০বাড়ি ও দোকান লকডাউন,৫৩জনের নমুনা সংগ্রহ

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : [২] জেলার টেকনাফে করোনা আক্রান্ত তিন ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রামু ডেডিকেটেড হাসপাতাল আইসোলেশনে পাঠানো হয়েছে।শুক্রবার রিপোর্ট পজেটিভ আসা উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার শাহ আলমের ছেলে নুরুল আলম(২২)।

[৩]তার সংস্পর্শে আসা টেকনাফের৪০টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।নতুন করে উপজেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৫৩জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠানো হয়েছে।

[৪]এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.টিটু চন্দ্র শীল বলেন,এই পর্যন্ত টেকনাফে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রামু ডেডিকেটেড হাসপাতাল আইসোলেশনে পাঠানো হয়েছে।সেখানে করোনা রোগীদের জন্য আলাদা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়েছে।এখন থেকে উপজেলায় যারা আক্রান্ত হবে তাদের সেখানে পাঠানো হবে।

[৫] শুক্রবার রিপোর্ট পজেটিভ আসা মিঠাপানিরছড়া এলাকার নুরুল আলমের সংস্পর্শে আসা টেকনাফের৪০টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।উপজেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৫৩জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।এবং স্বাস্থ্য বিভাগের আওতায় যারা রয়েছেন তাদের পর্যায়ক্রমে সবার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

[৬] এ পর্যন্ত ১৬০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এর মধ্যে১০৪জনের নেগেটিভ তিনজনের পজিটিভ এসেছে।হোম কোয়ারান্টাইনে৬৩০জনের মধ্যে১৩৭জন ছাড়পত্র পেয়েছেন,বর্তমানে হোম কোয়ারান্টাইনে প্রায়৫শতাধিক রয়েছে।

[৭]তিনি আরো বলেন,এখন টেকনাফে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাবলীগ ও কাঁচাআম,মাছ,পান ব্যবসায়ী ফেরত আসা ব্যাক্তিরা করোনা আক্রান্ত হচ্ছেন।ঢাকা থেকে ফেরত আসা এগুলো বন্ধ না হলে এতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরো বেড়ে যেতে পারে।

[৮] উপজেলায় শারীরিক দুরত্ব বজায়,খুব বেশি প্রয়োজন ছাড়া অযথা ঘর থেকে বের না হওয়া,পৌর শহরসহ গ্রামঞ্চলের হাটবাজার গুলোতে মাইকিং করে সচেতনতার পাশাপাশি টহল জোরদার করেছে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের সহায়তায় স্থানীয় প্রশাসন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়