শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষকের পাকা ধান কাটতে বরিশালে দুই শতাধিক শ্রমিক প্রেরণ

সাইফুল কবির, বাগেরহাট প্রতিনিধি : [২]করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের অভাব থাকায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে শুক্রবার বিকালে ৭০ জন কৃষি শ্রমিক বরিশালের উজিরপুর উপজেলায় পাঠানো হয়েছে। এ নিয়ে দু’দফায় ২ শতাধিক শ্রমিক পাঠানো হল।

[৩] করানোর ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নদী পথে ট্রলার যোগে এদেরকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। এসময় উপস্থিত, ছিলেন উপজেলা নির্বাহী অফিসার.কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ।

[৪] আমন মৌসুমের পর এ এলাকার অনেক কৃষক কর্মহীন থাকে। যার কারণে প্রতিবছর এ এলাকা থেকে হাজার হাজার কৃষক স্ব-উদ্যোগে বিভিন্ন এলাকায় ধান কাটা শ্রমিকের কাজ করতে যায়। এবছরে করোনার সর্তকতা ও যোগাযোগ ব্যবস্থা লক ডাউনের কারণে কৃষি শ্রমিকরা যেতে পারছিলনা।
[৫] মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, বাগেরহাটে এখনো করেনা মুক্ত। তারপরও এসব কৃষি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এরা আবার ফিরে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জানান, এবছরে উপজেলা কৃষি দপ্তরের তালিকাভূক্ত ২ হাজার কৃষি শ্রমিক ধান কাটা মৌসুমে বিভিন্ন এলাকায় পাঠানো হবে। আর এদের সার্বিক সহযোগীতা নিশ্চিত করবে প্রশাসন।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী চলতি মৌসুমে ধানের ফসল উত্তোলনের নিশ্চিয়তা যাতে ব্যাহত না হয় সেজন্য উপজেলা কৃষি দপ্তরের তালিকাভূক্ত কৃষক পাঠানো হচ্ছে। তাছাড়া উপজেলার সাড়ে ৭ শ’ কৃষককে প্রনোদনায় আওতায় বিনামূল্যে বীজ সার দেয়া হয়েছে।সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়