শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাপ্রলয়কারী কিছু হয়ে গেলেও আমরা ৭০ থেকে ৮০ ভাগ খাদ্যশস্য ঘরে তুলতে পারবো : পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন : [২] বৃষ্টি বা বন্যায় বোরো ধান ক্ষতি হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান বলেছেন, আমার মতে এ সপ্তাহেই চার ভাগের এক ভাগ ফসল কৃষকের ঘরে উঠে গেছে। পরের সপ্তাহ বা আগামী ১০ দিনের মধ্যে চার ভাগের তিন ভাগ ফসল ঘরে চলে আসবে। ঝড়ে কিছু ফসলের ক্ষতি হয় কিন্তু ভারি বৃষ্টি আর ভারতের সাইট থেকে যদি পানি নামে তাহলে কিছু ফসল নষ্ট হবে। এদেশের কৃষকরা নিচু এলাকার ধানই আগে কাটে। যার ফলে বৃষ্টি বা বন্যায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা কম।

[৩] তিনি বলেন, যদি এরকম আবহাওয়া আমরা আর ১০ দিন পাই তাহলে শতভাগ ফসল ঘরে তোলা সম্ভব। তাছাড়া বর্তমানে হাওর অঞ্চলে শ্রমিকের কোন অভাব নেই। যারা ধান কাটে তাদের ঘরে বন্দি করে রাখতে পারবো না। তারা কিন্তু অলরেডি বিভিন্ন অঞ্চর থেকে হাওর অঞ্চলে চলে এসেছে, আবার ধান কাটার পরে চলেও যাবে। আবহমানকালের কিছু পথ আছে তারা সে পথ ধরেই ঠিক চলে আসে। তবে গত বছরের চেয়ে এবার একটু কম শ্রমিক এসেছে। যার ফরে শ্রমিকরা ধান কাটার ভালো মজুরি পাচ্ছে।

[৪] অন্যদিকে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, এবার বোরোর লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ মেট্রিক টন। হাওর অঞ্চলের মোট জমির পরিমাণ ৯ লাখ ৩৬ হাজার হেক্টর। এর মধ্যে নিচু জমির পরিমাণ ৪ লাখ ৪৫ হাজার হেক্টর। মূলত হাওর অঞ্চলের ধান আগামী ৩০ এপ্রিলের থেকে মে’র ১০ মধ্যে ঘরে তোলার সময়। সে হিসেবে আর ১০-১২ দিন সময় পেলে হাওর অঞ্চলের সব ধান ঘরে উঠে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়