শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার অন্যত্র স্থানান্তর

এএফএম মমতাজুর রহমান:[২] বগুড়ার সান্তাহারে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার ঈদগাহ মাঠে স্থানান্তর করেছেন আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর প্রশাসন। ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে সান্তাহার পৌরসভার নেতৃত্বে শহর পুলিশ সদস্যদের সহযোগিতায় বাজারটি স্থানান্তর করা হয়। এ সময় শহর পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারন মানুষদের সামাজিক, শারীরিক দূরত্ব বজায় রেখে নিজের কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। যাতে কোন ভাবে সাধারন মানুষ বিপদে না পরে এ জন্য আদমদীঘি উপজেলা ও পৌর প্রশাসন থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

[৩] সান্তাহার নাগরিক কমিটির অন্যতম নেতা রবিউল ইসলাম রবিন বলেন সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার ঈদগাহ মাঠে স্থানান্তর করায় উপজেলা নির্বাহি অফিসার ও পৌর মেয়র কে ধন্যবাদ জানাই। সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, করোনা ভাইরাস মোকাবেলায় কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার এক.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিন রাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবেন। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়