শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতকে এতবার হারিয়েছি, খারাপই লাগে, বললেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট : [২] ২২ গজে দুই দলের দ্বৈরথ আজকের নয়। বহু দিনের পুরনো। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সে উত্তেজনা যেরকম ক্রিকেটপ্রেমীদের। তেমনই আবার ক্রিকেটারদেরও। সেই ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে নানান সময়ে নানান মন্তব্য করে এসেছেন দুই দলেরই ক্রিকেটাররা। বৃহস্পতিবারই বোমা ফাটিয়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক।

তিনি বলেছিলেন ‘ভারতীয়রা নিজেদের জন্য রান করেন, আর পাক ক্রিকেটাররা ৩০-৪০ রান হলেও তা দলের স্বার্থেই করেন।’ এবার ইনজামামের থেকেও কয়েক কদম এগিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটালেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান। বলে উঠলেন, ‘ভারতের জন্য খারাপ লাগে! প্রায়ই ওঁদের হারাতাম আমরা।’

[৩]কিছুদিন আগেই পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমের একটি ইভেন্টে গিয়েছিলেন ইমরান খান। সেখানেই স্মৃতির গলিপথ থেকে নিজের খেলার দিনগুলোর এক একটা গল্প শোনাতে শুরু করেন। সেই অনুষ্ঠানে গিয়েই ইমরান সদর্পে বলে ওঠেন যে, আমি যখন অধিনায়ক ছিলাম, ভারতকে নিয়ে কখনোই ভাবতাম না। পাশাপাশিই তিনি আরও জানান যে, ওয়েস্ট ইন্ডিজ দল ছিল তাঁদের ভয়ের কারণ। এখানেই থামেননি ইমরান। কিছুটা ঠাট্টার সুরেই বলে ওঠেন, ভারতের জন্য খারাপ লাগে!

[৪]সম্প্রতি ইমরানের ওই সাক্ষাৎকারের একটি অংশ টুইটারে শেয়ার করা হয়েছে। সাজ সাদিক নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। সেখানে ইমরান খান বলছেন, ‘ভারতীয় দলকে এতবার হারিয়েছি যে, ওঁদের জন্য খারাপ লাগে মাঝে মধ্যে। ওঁরা খুব চাপে থাকত। যখন টসের জন্য মাঠে নামতাম, ওঁদের ক্যাপ্টেনের মুখ দেখেই বুঝে যেতাম যে, প্রচণ্ড চাপে আছে। সেই সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী ভারত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই সময়ে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। খুবই শক্তিশালী একটা দল ছিল। আমার মনে পড়ে না, ওরকম শক্তিশালী কোনও দল আমি দেখেছি সেই সময়ে।’

[৫]ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও অবধি ১৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি এবং ভারত জিতেছে ৫৪টি ম্যাচে। তবে আজ অবধি বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এই গতবার ২০১৯ বিশ্বকাপেও পাকিস্তানকে এক্কেবারে নাকানিচোবানি খাইয়ে হারিয়েছে ভারত। অন্যদিকে টেস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে দেখা হয়েছে ৫৯ বার। এর মধ্যে ১২ বার পাকিস্তান জিতেছে আর ৯ বার ভারত। বাকি সবই ড্র।

[৬]১৯৮২ সাল থেকে ১৯৯২ সাল অবধি এই লম্বা সময়ে ইমরান খান পাকিস্তানের হয়ে ৪৮টি টেস্ট এবং ১৩৯টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ভারতের বিরুদ্ধে ১৪টি টেস্টে জিতেছেন ইমরান। ৮টি টেস্টে হেরেছেন এবং ২৬টি টেস্ট ম্যাচ ড্র হয়েছিল তাঁরই অধিনায়কত্বে। ভারতের বিরুদ্ধে ইমরানের অধিনায়কত্বে পাকিস্তান ১৩৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে ৭৫টি ম্যাচে জয় এবং ৫৯ ম্যাচে হেরেছিল ইমরানের পাকিস্তান। ইমরান খানই পাকিস্তানের এমন অধিনায়ক যিনি দলের হয়ে বিশ্বকাপ নিয়ে এসেছিলেন। সূত্র-ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়