শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নানামুখী সমালোচনায় প্রণোদনার অর্থ ফেরত দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

রাশিদ রিয়াজ, সিরাজুল ইসলাম: [২] বিশ্ববিদ্যালয় বুধবার বিবৃতিতে জানায়, প্রণোদনার অর্থ বরাদ্দ করায় রাজনীতিকরা তীর্যকভাবে সমালোচনা করছেন। তারা অর্থের জন্য আবেদন করবেন না। বোস্টন গ্লোব

[৩] হার্ভার্ড আশা করে তাদের জন্য বরাদ্দ অর্থ ম্যাসাচুয়েটসের দরিদ্র কোন শিক্ষাপ্রতিষ্ঠানকে দেয়া হবে।

[৪] হার্ভার্ডের সঙ্গে প্রণোদনার অর্থ পাওয়ার তালিকায় স্ট্যানফোর্ড ও প্রিন্সটন বিশ^বিদ্যালয়ও রয়েছে।

[৫] বিশ্বের সম্পদশালী বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড। এটি বছরে ৪০ বিলিয়ন ডলার বৃত্তি দিয়ে থাকে। এটির নামে অর্থ বরাদ্দ করায় ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা কেন এ অর্থ নেবে। তাদের উচিত- অর্থ ফেরত দেয়া। এই প্রণোদনা শ্রমিকদের জন্য, কোন ধনী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়। বিবিসি

[৬] করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ২.২ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ট্রাম্প। এর মধ্যে ১২.৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে ৫ হাজার কলেজ ও বিশ^বিদ্যালয়ের জন্য। হার্ভার্ডের ভাগে পড়েছিলো ৮.৭ মিলিয়ন ডলার।

[৭] অর্থ বরাদ্দের পরই টুইটারে হার্ভার্ড বলেছিলো, শতভাগ অর্থ তারা দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করবে। এক ডলারও তারা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করবে না। বিবিসি

[৮] প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি তহবিল ২৬ বিলিয়ন ডলার। এরাও ত্রাণের ২.৪ মিলিয়ন ডলার নিচ্ছে। এছাড়া ইয়েল বিশ্ববিদ্যালয় বছরে ৩০ বিলিয়ন ডলার বৃত্তি দেয়। তারাও ৬.৯ মিলিয়ন ডলার সহায়তা নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়