শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ১ ট্রিলিয়ন ডলার ঋণ মওকুফ প্রস্তাব জাতিসংঘের

মুসা আহমেদ : [২] করোনা মহামারি মোকাবেলায় সহায়তা করতে উন্নয়নশীল দেশগুলোকে দেয়া প্রায় ১ ট্রিলিয়ন ডলার ঋণ মওকুফ করা হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ চুক্তি প্রস্তাব করে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনটিএডি।

[৩] সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সারা বছর এমনিতেই মন্দায় কাটে। তারপর এবার সেই সঙ্গে যুক্ত হলো করোনার মত মহামারি। বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এখনও চলছে লকডাউন। ফলে এসব উন্নয়নশীল দেশগুলো পড়ে যাচ্ছে ব্যাপক বিপাকে।

[৪] ইউএনটিএডি জানায়, এ ধরনের সঙ্কটময় মুহুর্তে অর্থনীতিকে ধরে রাখতে স্বাস্থ্যখাতে অনেক ব্যয় করতে হচ্ছে এসব দেশগুলোকে। বর্তমানে বিশ্বে নিম্ন আয়ের প্রায় ৬৪টি দেশ রয়েছে, যেসব দেশগুলো স্বাস্থ্যসেবার চেয়ে ঋণ খাতে বেশি ব্যয় করছে।

[৫] সাংবাদিকদের সঙ্গে ভিডিওবার্তায় আলাপকালে ইউএনটিএডি’র পরিচালক রিচার্ড কজুল রাইট বলেন, বিশ্বের এ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন বিভিন্ন খাত থেকে ঋণগ্রহণ করা ছাড়া কল্পনাও করা যায় না। করোনার কারণে এসব দেশের ঋণবোঝা উপশম করতে তাদের তারল্যের বাধ্যবাধকতা হিসেবে ২.৫ ট্রিলিয়ন ডলারে কমিয়ে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়