শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোটা বিশ্ব অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় থাকলেও, ভিন্ন চিত্র নেটফ্লিক্সের ব্যবসায়

আরিফ হোসেন : [২] কভিড-১৯ এর ফলে দেশে লকডাউনে বাণিজ্যিকখাতে বিস্তর ক্ষতি হলেও, কেউ এরই মাঝে গুছিয়ে ফেলেছেন রমরমা ব্যবসা। লকডাউনের প্রভাবে মানুষ ঘরে বসে থেকে প্রচুর পরিমাণে বিনোদনমূলক অনুষ্ঠান দেখার কারণে, চাহিদা বেড়ে বেশ ভালো ব্যবসা করছে ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স। নিউজ ২৪

[৩] লকডাউনের ফলে এখন গৃহবন্দী অবস্থাতেই রয়েছে অধিক মানুষ। ফলে সময় কাটাতে অনেকেই দেখে যাচ্ছেন একের পর এক সিরিজ ও সিনেমা।

[৪] মঙ্গলবার (২১ এপ্রিল) নেটফ্লিক্স জানায়, লকডাউনের প্রভাবে তাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে প্রত্যাশার চেয়েও বেশি। চলতি বছরে মাত্র তিন মাসেই তারা পেয়েছে ১৬ কোটির বেশি পেইড সাবস্ক্রাইবার। এ সংখ্যা গেল বছরের কয়েকমাসের হিসেবে দ্বিগুন হওয়ায় চলতি বছর তাদের শেয়ারের মূল্য বেড়েছে ৩০ শতাংশের বেশি।

[৫] সাইন আপ বেড়ে গেলেও তাদের কপালে দেখা দিচ্ছে দুশ্চিন্তার ছাপ। বিশ্বের প্রায় সব দেশেই প্রোডাকশন বন্ধ। যেসব সিনেমা বা সিরিজের চিত্রায়ন অসমাপ্ত ছিল, সেগুলো পুনরায় চালু হবার সময় নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।

[৬] সবকিছু বন্ধ থাকায় ডলারের বিপরীতে অনেক দেশের মুদ্রার মান কমে যাওয়ায় আগের চেয়েও বেশি অর্থ দিতে হবে গ্রাহকদের। এতে করে যুক্তরাষ্ট্রের বাইরে কমে যেতে পারে তাদের সাবস্ক্রাইবার।

[৭] আগামী তিন মাসেও আরও নেটফ্লিক্সে সাইন আপ করতে পারে অন্তত ৭৫ লাখ মানুষ, এমনটাই পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। তবে লকডাউন উঠে গেলে ধীরে ধীরে তাদের সাবস্ক্রাইবার সংখ্যাও কমতে থাকবে বলেই আশংকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়