শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে নতুন করোনা আক্রান্ত ৬ জন

পটুয়াখালী প্রতিনিধি : [২] শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা.মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদের মধ্যে ৫ জন বাউফলে এবং একজন পটুয়াখালী সদরে। এ নিয়ে পটুয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৯ জনে।

[৩] পুলিশ,স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সুত্র জানায়, লকডাউন উপেক্ষা করে গত ২০ এপ্রিল ছয় ব্যক্তি রোগী সেজে এ্যাম্বুলেন্সে করে নারয়াণগঞ্জ থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন। তাদের মধ্যে পাঁচ জনই করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ আর বাকী চারজনই নারী।

[৪] সূত্র জানায় নারায়নগঞ্জ থেকে অ্যাস্বুলেন্স করে রোগী সেজে উপজেলার কালাইয়া ইউনিয়নে আসা যাত্রীরা স্থানীয়দের বাঁধার মুখে পড়লে ইউনিয়ন চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে পুলিশ ওই এ্যাম্বুলেন্সটি আটক করে ঐ ছয় যাত্রীকে ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে কোয়ারেন্টিনে রাখা হয়।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, করোনা পজেটিভ হওয়ায় আক্রান্তদের আইসোলোশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। তিনি উপজেলাবাসীকে আতংকিত না হয়ে সচেতন হয়ে লকডাউন মেনে চলার আহবান জানান।

[৬] এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যারা আক্রান্ত হয়েছেন, তারা সকলেই সুস্থ আছেন। তাদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেশেনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

[৭] এ দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আইশোলেশন ওয়ার্ডে ২১ এপ্রিল মারা যান সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামের আনোয়ার তালুকদার(৬৫)। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়