শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০৫০ সালের আগেই গ্রীষ্মকালে বরফশূন্য হয়ে পড়বে উত্তর মহাসাগর

আরিফ হোসেন : [২] মার্কিন জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটারসে প্রকাশ হওয়া এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এমনকি বৈশ্বিক উষ্ণতা এমন মাত্রায় পৌঁছে গেছে যা নানা পদক্ষেপের পরেও, বরফহীন দশা পুরোপুরি ঠেকানো যাবে না বলেও শঙ্কা জানিয়েছেন গবেষকরা। নিউজ২৪

[৩] বর্তমানে উত্তর মহাসাগর সারা বছর বরফে আচ্ছাদিত থাকে। তবে গ্রীষ্মে বরফ কিছুটা গলে যায়। আবার শীতে তা বৃদ্ধি পায়। মহাসাগরের বরফগুলো মূলত সূর্যের আলোকে প্রতিফলিত করে সাগরের পানিকে শীতল রাখে।

[৪] বরফ মেরু অঞ্চলীয় ভল্লুক ও সীল মাছের আবাসস্থল। চলমান বৈশ্বিক উষ্ণতার কারণে গত কয়েক দশকে ক্রমবর্ধমান হারে বরফ গলছে। আর এতে ঝুঁকির মুখে পড়ছে পরিবেশ।

[৫] নতুন গবেষণায় আভাস দেওয়া হয়েছে, উষ্ণতা বৃদ্ধির হার কমিয়ে আনতে পারলেও মাঝেই মাঝেই গ্রীষ্মকালে উত্তর মহাসাগর বরফশূন্য হয়ে যেতে পারে।

[৬] বিশ্বের ২১টি গবেষণা প্রতিষ্ঠান ৪০টি ভিন্ন জলবায়ু মডেল ব্যবহার করে সম্মিলিতভাবে নতুন গবেষণাটি করেছে। বৈশ্বিক উষ্ণতার দ্রুত গতির কারণে উত্তর মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

[৭] বিশ্বনেতারা জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হলেও কার্বন নিঃসরণে ব্যর্থ হচ্ছে, অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন চুক্তি থেকে।

[৮] বিশ্বব্যাপি করোনা মহামারিতে লকডাউন এর মতো ব্যবস্থায় কমছে প্রাকৃতিক দূষনের মাত্রা, তাইতো গবেষকরা বলছেন পরিবেশ রক্ষায় বিশ্বনেতারা দ্রুত বড় ভূমিকা না রাখলে আরো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়বে বিশ্ব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়