শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার বিকালে চেন্নাই থেকে ফিরছেন আরও ১৬৪ জন

লাইজুল ইসলাম : [২] করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকে পড়াদের মধ্যে শুক্রবার চেন্নাই থেকে আরও ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন।

[৩] ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরবেন। বিকাল ৩টার পর ফ্লাইটি বাংলাদেশি নাগরিকদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

[৪] কামরুল ইসলাম জানান, আগামী ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও একটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এর আগে চেন্নাই থেকে ইউএস-বাংলার তিনটি ফ্লাইটে ৪৯৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও ছিল।

[৫] হযরত শাহজালাল বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, এটা সরকারি নির্দেশনার ফ্লাইট। এক দিন পরে আসছে। এর আগে ২১,২২ ও ২৩ এপ্রিল ভারতের চেন্নাই থেকে আরো তিনটি ফ্লাইটে করে বাংলাদেশীরা দেশে ফিরেছেন।

[৬] বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, এপর্যন্ত যারা এসেছেন তাদের কাউকে বাসায় কোয়ারেন্টাইনে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজকে যারা আসছে তাদের বিষয়ে একই সিদ্ধান্ত নেয়া হবে।

[৭] চিকিৎসক আরো জানান, যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে তাদের বাসায় ও যাদের সার্টিফিকেট থাকবে না তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়