শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে করোনায় আরও ৪৬৪ মৃত্যু

জাগো নিউজ : [২] যতই দিন যাচ্ছে, করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর মিছিল তত দীর্ঘ হচ্ছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় নাম লিখিয়েছেন আরও ৪৬৪ জন। গতকালও দেশটিতে মারা গিয়েছিলেন অন্তত ৪৩৭ জন।

[৩] বৃহস্পতিবার ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৪৯ জন।

[৪] মৃতের সংখ্যা বাড়লেও ইতালিতে ধীরে ধীরে কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। এর আগের দিন দেশটিতে ৩ হাজার ৩৭০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল।

[৫] গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মাত্র দুই মাসেই সেখানে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।

আক্রান্তের সংখ্যায় সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে ইতালি। এরচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেনে। আর মৃতের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে তারা।

[৬] গত ২৪ ঘণ্টায় ইতালিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় এক হাজার করোনা রোগী। বুধবারও দেশটিতে চিকিৎসাধীন রোগী ছিলেন ১ লাখ ৭ হাজার ৬৯৯ জন। বৃহস্পতিবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৮৪৮ জনে।

বুধবার আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩৮৪ জন। বৃহস্পতিবার সেখান থেকে বের হয়েছেন অন্তত ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৫৭ হাজার ৫৭৬ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

[৭] এদিকে, সিভিল প্রোটেকশন এজেন্সি প্রথমবারের মতো করোনা টেস্ট করা ব্যক্তির সংখ্যা প্রকাশ করেছে। ছয় কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৫ লাখ ৩০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে অনেকেরই দুই-তিনবার পরীক্ষা করায় মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৮ লাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়