শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় ষাঁড়ের লড়াই, চেয়ারম্যানকে শোকজ, মেম্বার বহিষ্কার

নেত্রকোনা প্রতিনিধি : [২] নেত্রকোণার দুর্গাপুরে লকডাউন উপেক্ষা করে ষাড়ের লড়াই অনুষ্ঠিত করায় আয়োজক এক ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুইজনকে এক লাখ অর্থদন্ড দেওয়ার পর এবার স্থানীয় ইউপি চেয়ারম্যানে শোকজ করেছে এবং মেম্বারকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।

[৩] তিনি বলেন দূর্গাপুরে ষাঁড়ের লড়াইয়ের ঘটনায় ২২এপ্রিল বুধবার গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে শোকজ করে তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম আয়োজনে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে লিখিত ভাবে জানানো হয় আজ বৃহস্পতিবার মন্ত্রনালয়ের নির্দেশে ঐ মেম্বারকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি লড়াই থেকে জব্দকৃত একটি ষাঁড় নিলামে তুলা হয়েছে।

[৪] গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে শ্রীপুর গ্রামে একটি খোলা জায়গায় ষাঁড়ের লড়াইয়ের আায়োজন করে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও রুনু মিয়া। লড়াইয়ে শ্রীপুর গ্রামের সুজন মিয়ার ও মুন্সীপাড়া গ্রামের আব্দুল মালেকের ষাঁড়ের মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়। এ সময় আরো দুইটি ষাঁড় এনে লড়াই লাগানো হয়। এতে ব্যাপক জনসমাগম হয়। সামাজিক দুরত্ব বজায় না রেখে শত শত মানুষ ষাঁড়ের লড়াই উপভোগ করে।

[৫] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়োজক দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয় । এছাড়াও লড়াইয়ের একটি ষাঁড়কে জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়