শিরোনাম

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর আরেকটি দেশ পাবেন না যেখানে প্রাইভেট ও পাবলিক হাসপাতালকে সরকার সতীনের মতো দেখে

কামরুল হাসান মামুন : পৃথিবীর আরেকটি দ্বিতীয় কোনো দেশ পাবেন না যেখানে প্রাইভেট ও পাবলিক হাসপাতালকে সরকার এ রকম সতীনের মতো দেখে। একই কথা খাটে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। হাসপাতাল তো হাসপাতাল। বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়। প্রাইভেট আর পাবলিক নামের এ রকম অসুস্থ বিভাজন পৃথিবীর কোথাও এমন মুখে মুখে থাকে? হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় করার জন্য যাদের পারমিশন দিতে হতো তাদের হওয়া উচিত ঢ়যরষধহঃযৎড়ঢ়রংঃ অর্থাৎ জনসেবক। পারমিশন দেওয়ার আগেই এসব যাচাই করে দেওয়া উচিত ছিলো। কিন্তু আমাদের এখানে তাদেরই দেওয়া হয়েছে যারা রাক্ষস। সমস্যাটা আসলে এখানে। তারপরও দেশের এই সংকটে আমরা কেন প্রাইভেটকে সংযুক্ত করতে পারলাম না।
তারাও তো এই দেশের মানুষ। এই সংকটে তাদের সঠিকভাবে আলোচনার মাধ্যমে মোটিভেট করে যুক্ত করতে পারলে আজকের সংকট সমাধান অনেক সহজ হতো বলে আমি মনে করি। হ্যাঁ এটা ঠিক প্রাইভেট হাসপাতালগুলো কসাইয়ের মতো। কিন্তু এ রকম ক্রান্তিকালে তারাও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতো বলে আমার ধারণা। সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা যে তাদের রিসোর্সকে আমরা ব্যবহার করতে পারলাম না। উল্টো তাদের ভয়ের মধ্যে রাখা হলো। যেন করোনা টেস্ট না করে। করলে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়। যদি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন? কী হলো? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়