শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় দরপতনের পর স্বাভাবিক হচ্ছে বিশ্বের শেয়ারবাজার

রাজু আলাউদ্দিন : [২] করোনাভাইরাসের প্রভাবে ব্যাপক দরপতনের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন দেশের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারের সূচকেও কিছুটা উন্নতি হয়েছে।

[৩] যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ইতিহাসে প্রথমবারের মত শূন্যের নীচে নামার খবরে ধসে পড়ে গোটা বিশ্বের শেয়ারবাজারের সূচকে। কোভিড-নাইটিনের থাবায় স্থবির জ্বালানি তেলের চাহিদা না থাকায় শুরু হয়েছে নতুন অস্থিরতা। তবে তেলের দাম কিছুটা উন্নতি হতেই আলোর মুখ দেখতে শুরু করেছে শেয়ারবাজার।

[৪] বিভিন্ন দেশের শেয়ারবাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, যুক্তরাজ্যের FTSE100 শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩০ শতাংশ বা ১২৯ পয়েন্ট, FTSE250 ১ দশমিক ২১ শতাংশ বা ১৮৬ পয়েন্ট। অন্যদিকে প্যারিসের Cac40 বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২৫ শতাংশ বা ৫৪ পয়েন্ট, ফ্রাঙ্কফ্রুটের DAX বৃদ্ধি পেয়েছে ২ শতাংশ বা ১৬৫ পয়েন্ট, ও মাদ্রিদের IBEX35 বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২৮ শতাংশ বা ৮৫ পয়েন্ট।

[৫] জ্বালানি তেলের দাম শূন্যের নীচে নামার পর কিছু বাড়ায় যুক্তরাষ্ট্রের প্রধান পুঁজিবাজারের ডাও জোনস-এর দর বেড়েছে ২ শতাংশ বা ৪৫৭ পয়েন্ট, ন্যাসডাক বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ বা ২৩২ পয়েন্ট এবং S&P500 বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ২৯ শতাংশ বা ৬২ পয়েন্ট।

[৬] বিশ্ব মন্দার প্রভাব মুক্ত নয় এশিয়ার অর্থনীতিও। প্রভাব রয়েছে শেয়ারবাজারগুলোতে। বম্বের BSE Sensex বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৪২ শতাংশ বা ৭৪৩ পয়েন্ট, টোকিওর Nikkei225 বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ বা ১৮১ পয়েন্ট। করোনার তাণ্ডবে চলমান অর্থনৈতিক সংকট কবে নাগাদ কাটিয়ে ওঠা সম্ভব হবে সেবিষয়ে অর্থনীতিবিদদেরও নির্দিষ্ট কোনো ধারণা নেই।

[৭] বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্বব্যাপী ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় এর পরের দেশগুলো হলো, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক ও ইরান। বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১২০ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৫ জন। এ পরিস্থিতিতে স্থবির বিশ্বের সব দেশের অর্থনীতি স্থবির হয়ে উঠেছে। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়