শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেলে করোনা পরীক্ষার পিসিআর মেশিন দিলো কৃষি বিশ্ববিদ্যালয়

আজহারুল হক, ময়মনসিংহ প্রতিনিধি : [২] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পিসিআর ও মেশিনটির আনুষঙ্গিক যন্ত্রপাতি দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মমেকে বর্তমানে যে পিসিআর মেশিন রয়েছে তাতে প্রতিদিন দুই ধাপে ১৮৮টি নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে। নতুন পিসিআর মেশিন পাওয়ায় এবার শনাক্তকরণের পরিধি দিগুন হবে।

[৩] করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে আসা নমুনা দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুরের ময়মনসিংহ মেডিকেল কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মেশিনটি হতান্তরর করা হয়।

[৪] মমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মেশিনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। আশা করছি, কয়েক দিনের ভেতরেই এটি চালু করা সম্ভব হবে।তিনি আরও বলেন, প্রতিদিন দুই শিফটে কাজ করার পরও করোনা শনাক্তের জন্য বিভাগের বিভিন্ন জেলা থেকে আনা সব নমুনা এক দিনে পরীক্ষা করা সম্ভব হয় না। এজন্য পরীক্ষার চাপ কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাকৃবির পিসিআর মেশিনটি এনে ল্যাবে স্থাপনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে মেশিনটি আমাদের দিয়েছে বাকৃবি। মেশিনটি চালু হলে অনেক বেশি নমুনা পরীক্ষা করা যাবে।

[৫] বাকৃবি উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, দেশের এ ক্রান্তিকালে করোনা শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নেওয়া নানা উদ্যোগে বাকৃবিও অংশ নিয়েছে। এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিসিআর মেশিনটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে করোনা শনাক্তকরণের জন্য জনবল এবং আরটি-পিসিআর মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৬] উপাচার্য আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাব স্থাপনে শুরু থেকেই আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি। আমাদের একাধিক অধ্যাপক সেখানে দিন-রাত সময় দিয়েছেন। মেশিন হস্তান্তর অনুষ্ঠানে মমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের ভারপাপ্ত প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল কাফি, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জায়েদুল হাসান, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন এবং রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়