শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে নদীপথে ৬ হাজারের বেশি মানুষকে পুশ ব্যাক করেছে নৌ পুলিশ

সুজন কৈরী : [২] করোনার ক্রান্তিকালে নৌ পুলিশ নৌপথের নিরাপত্তা এবং করোনা ভাইরাস প্রতিরোধে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণে ২০টি জাহাজ মোতায়েন করেছে। এরপর থেকে ৬ হাজারের বেশি ইটভাটার শ্রমিকসহ সাধারণ মানুষকে পুশ ব্যাক করা হয়েছে। যা করোনা প্রতিরোধে খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে নৌ পুলিশ।

[৩] সার্বিক শৃঙ্খলা রক্ষার বাইরে মানবিক বিবেচনায়ও নৌ পুলিশ গত ২৬ মার্চ থেকে প্রতিদিন ২০ হাজার লিটার ওয়াটার ব্রাউজারের মাধ্যমে ঢাকার অলিতে-গলিতে জীবাণু নাশক স্প্রে করছে।

[৪] এছাড়া বিভিন্ন সময় সদরঘাটে নিম্ন আয়ের মানুষের মাঝে জীবাণু নাশক সামগ্রী বিতরণ করা হয়।

[৫] নৌ পুলিশের অতিরিক্ত এসপি ফরিদা পারভীন বলেন, বৃহস্পতিবার মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উদ্যোগে মিরকাদিমে বেঁদে পল্লীতে ১৩০জনকে খাদ্য সামগ্রী বিতরণসহ ৫০জন দুস্থকেও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ১৬০ জন বিভিন্ন পেশার শ্রমিক ও গরীবদের মাঝে নিত্যপন্য বিতরণ করা হয়েছে। এছাড়া খুলনা নৌ পুলিশ অঞ্চল প্রতি সপ্তাহে ২০০ জন জাহাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানসম্মত খাবার যোগান দিচ্ছে। সারাদেশে পুশব্যাকের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ইটভাটার শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ এবং প্রয়োজনে রান্না করা খাবার যোগান দিয়েছে নৌ পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়