শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আক্রান্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত ঢাকা বিভাগ ৮৫ শতাংশের বেশি, নতুন তিন জেলাসহ আক্রান্ত জেলা ৫৮টি

লাইজুল ইসলাম: [২] দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকা বিভাগ সবচেয়ে বেশি আক্রান্ত। এপর্যন্ত ৮৫ দশমিক ২৬ শতাংশ। ঢাকা সিটিতে ৪৫ দশমিক ৫১ শতাংশ, আর ঢাকা ডিভিশন ৩৯ দশমিক ৭৫ শতাংশ। ঢাকা সিটির বাইরে ক্রমানুসারে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসীংদি জেলা সবচেয়ে বেশি আক্রান্ত।

[৩] অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত এক মাস আগের হিসেব দেখলে এই দিনে সংক্রমিত ছিলো মাত্র ৬ জন। আর আজকে পর্যন্ত এক মাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১’শ ৮৬ জন। এক মাসে সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে তা সবাই হয়তো বুঝতে পারছেন।

[৪] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, সারাদেশে সংক্রমিত মানুষের মধ্যে পুরুষ ৬৮শাতংশ এবং নারি ৩২ শতাংশ। তিনি ২২ তারিখের আপডেট থেকে জানান, ৬০ বছরের বেশি বয়স্ক ১০ শতাংশ, ৫১-৬০ বছরের ১৫ শতাংশ, ৪১-৫০ বছরের ১৮ শতাংশ, ৩১-৪০ বছরের ২২ শতাংশ, ২১-৩০ বছরের ২৪ শতাংশ, ১১-২০ বছরের ৮ শতাংশ, ১০ এর কম বয়সের ৩ শতাংশ। উল্লেখযোগ্য ২১-৩০ বছরের তরুনরাই সবচেয়ে বেশি সংক্রমিত। তাই সবাইকে বাসায় থাকার আহ্বান জানান তিনি।

[৫] অধ্যাপক ডা. নাসিমা বলেন, নতুন তিনটি আক্রান্ত জেলা খুলনা ডিভিশনের। ঢাকার সর্বোচ্চ এলাকা হলো ১০টি। এগুলো হচ্ছে ক্রমান্বয়ে, রাজারবাগ, মোহম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজার, মিটফোর্ট, উত্তরা, তেঁজগাও, মহাখালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়