শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যাকেজ ঋণ পাওয়া নিয়ে দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

মো. আখতারুজ্জামান : [২] শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজের এসএমইর ক্ষতিগ্রস্থ উদ্যোক্তারা যেন প্রণোদনা পায় তা নিশ্চিত করতে হবে।

[৩] বৃহস্পতিবার মতিঝিলের শিল্প ভবনে আয়োজিত এ সভায় তিনি এ কথা বলেন। সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন চিনিকলগুলোর শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া বেতন দ্রত পরিশোধ করার জন্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে নির্দেশনা প্রদান করেন।

[৫] প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে লবণ উৎপাদন যাতে অব্যাহত থাকে। করোনার কারণে লবণ চাষীরা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিসিককে সজাগ থাকতে হবে। প্রতিমন্ত্রী এ সময় করোনার কারণে চলমান প্রকল্পগুলোর কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রকল্প পরিচালকদের তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।

[৬] তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলো যাতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ব্যবহার করে সেটি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।

[৭] সরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে অগ্রিম কর হতে অব্যাহতি প্রদান, সারের জন্য বরাদ্দকৃত সরকারের ভর্তুকির অর্থ শিল্প মন্ত্রণালয়ের অনুক‚লে বরাদ্দ প্রদান। দেশীয় হালকা শিল্পের অনুকূলে ট্যাক্স অবকাঠামো প্রবর্তন করা বিষয়ে আসন্ন বাজেট অধিবেশনের পূর্বেই অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার জন্য শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন শিল্প প্রতিমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়