শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পরিসরে চলবে আদালতের কার্যক্রম

নূর মোহাম্মদ: [২] আইনজীবীদের আবেদন অনুযায়ী সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, জরুরি বিষয় শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে বিচাপতি মো.নুরুজ্জামান দায়িত্ব পালন করবেন।

[৩] হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন বিচারপতি ওবায়দুল হাসান। আর আদালত পরিচালনায় কর্মপন্থা, সামাজিক দূরুত্ব অনুসরনে নিয়ম-কানুন নিয়ে বিচারপতি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন।

[৪] জরুরি জামিন শুনানির জন্য সপ্তাহে দুই দিন জেলা ও দায়রা জজ আদালত পরিচালনা করতে বলা হয়েছে। সে ক্ষেত্রে কঠোরভাবে সামাজিক দূরুত্ব বজায় রাখতে হবে। তা না হলে আদালতের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয় একটি মামলার শুনানিতে কেবল একজন আইনজীবী অংশগ্রহণ করতে পারবেন। আর শুনানিতে আসামিকে হাজির না করতে বলা হয়। এছাড়া পূর্বে জামিনপ্রাপ্তদের ক্ষেত্রে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়।

[৬] করোনার কারণে সৃষ্ট পরিস্থিতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে মিলিত হন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপরই ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।

[৭] এর আগে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক স্বল্প পরিসরে কোর্ট চালু করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন। সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনা করতে চিঠি দেন ঢাকা বারের সভাপতি-সম্পাদকও। এছাড়া সুপ্রিম কোর্টের ১৪ জন আইনজীবীও সীমিত পরিসরে এক/দুটি বেঞ্চ কিংবা অনলাইনে কোর্ট খোলা রাখতে চিঠি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়