শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিস্থিতি অনুকুল না হলে ক্রিকেটারদের খেলায় ফেরানো উচিত হবে না, বললেন কোচ ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বাংলাদেশও বেশ চাপে রয়েছে। এই অবস্থায় পরিস্থিতি অনুকুল না হওয়া পর্যন্ত খেলা চালানো ঠিক হবে না। মহামারির কারণে সকল ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট আপাতত স্থগিত করা হয়েছে, এটা উত্তম সিদ্ধান্ত।

[৩] বাংলাদেশের তিন ধাপে পাকিস্তান সফরের শেষ ধাপ, আয়ারল্যান্ড সিরিজ, জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ইতিমধ্যে করোনার কারণে স্থগিত করা হয়েছে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা নিয়েও রয়েছে শঙ্কা।

[৪] ডমিঙ্গো বলেন, অবশ্যই আমরা নিশ্চিত নই যে আন্তর্জাতিক ক্রিকেট আবার কবে ফিরবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা সিরিজের শুরু হওয়ার আগে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতির সময় দিতে হবে আমাদের।

[৫] আপাতত মাঠে না ফিরলেও খেলোয়াড়দের ফিট থাকার দিকেই নজর দিচ্ছেন কোচ। তিনি বলেন, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শারীরিকভাবে ফিট থেকে আবার খেলা শুরু করা। ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়েছে। তবে লকডাউনের মধ্যে তুলনামূলক আপনার শারীরিক প্রস্তুতি কম থাকে, তাই সিরিজ শুরুর আগে এটার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

[৬] ডমিঙ্গো আরো বলেন, এই সময়ে ঘরে বসে খেলার জন্য ফিটনেস ধরে রাখা সহজ নয়। আপনি যতকিছুই বলেন না কেন, ফিটনেসের আধুনিক মানটা ধরে রাখা সহজ না। তাই অবস্থা স্বাভাবিক হলে তাড়াতাড়ি সিরিজ খেলাটা ঠিক হবে না। তার আগে কমপক্ষে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করা দরকার। লম্বা বিরতির পর মানসিক প্রস্তুতির একটা ব্যপার থাকে। এছাড়াও কিছু টেকনিক্যাল ব্যাপার তো রয়েছেই। পরিস্থিতি অনুকুলে আসলেই সময় নিয়ে মাঠে নামতে পারলে দলের জন্য ভালো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়