শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্তমান দুর্যোগকালীন সময়ে খাদ্য সংকট মোকাবেলায় সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্ব দিতে হবে: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিলো তা কিন্তু খাদ্যের অভাবের কারণে নয়। এই দুর্ভিক্ষ হয়েছে ব্যবস্থাপনার অভাবে। ব্যবস্থাপনার দুর্বলতার অভাবে চুরি দুর্নীতি হচ্ছে। এজন্য আমরা বলছি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে খাদ্য সংকট মোকাবেলা করা যেতে পারে। এজন্যই আমরা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় করে ত্রাণ বিতরণের কথা বলেছি।

[৩] তিনি বলেন, বর্তমান এই দুর্যোগকালীন সময়ে সরকার তা না করে আওয়ামী লীগের লোকদের দিয়ে তালিকা করে খাদ্য বিতরণ করছে। চলছে ত্রাণের লুটপাট। এতে দলীয় লোকের বাইরে আর কেউ খাদ্য পাচ্ছে না। আপনারা প্রতিদিনই দেখছে ক্ষমতাসিন দলের চেয়ারম্যান মেম্বাররা, আওয়ামী লীগের নেতার বাড়ি, পুকুর থেকে রিলিফের চাল ডাল তেল উদ্ধার হচ্ছে। সেনাবাহিনী ও প্রশাসনকে সম্পৃক্ত করে ত্রাণ দেয়া হলে এই সমস্যা থাকতো না।

[৪] গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বিজিএমইর সঙ্গে সরকারের কোনো সমন্বয় নেই। দেখেছেন হঠাৎ করেই বলা হলো গার্মেন্টস খোলা হবে। গার্মেন্টস কর্মীরা বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসলো আবার তাদেরকে ফেরত পাঠানো হলো। এই যে বেতন দিচ্ছে না, বেতনের টাকা তো সরকার অনুদান হিসেবে দিচ্ছে। সেখান থেকে তারা শ্রমিকদের বেতনের টাকাটা ও ঠিকমতো দিতে পারে না। আসল কথা হচ্ছে সমন্বয় নেই।

[৫] তিনি বলেন, বিএনপির কাছে অঢেল সম্পদ নেই। সীমিত সম্পদ নিয়ে আমরা আমাদের ইউনিটগুলো একেবারেই ওয়ার্ড পর্যায়ে দিন আনা দিন খাওয়া মানুষের কাছে সাহায্য সামগ্রী পৌঁছাচ্ছে।

[৬] দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন ও বিএনপির কার্যক্রম নিয়ে জানতেদ চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়