শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু

মো. আখতারুজ্জামান : [২] বেসরকারি মিডল্যান্ড ব্যাংক তার কাক্সিক্ষত শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা শুরু করেছে। বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গুলশান শাখার ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়।

[৩] ব্যাংকের চেয়ারপারসন নীলুফার জাফরউল্লাহ, প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সিংয়ের এর উদ্বোধন করেন।

[৪] জানা যায়, মিডল্যান্ড ব্যাংক সালাম নামে ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের নামকরণ করা হয়েছে। গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল সার্ভিস চ্যানেলসহ ব্যাংকের যে কোনও শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য ডা. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ এন কে এ মবিন প্রমুখ।

[৬] এ সময় নীলুফার জাফর উল্লাহ বলেন, এখন অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন মিডল্যান্ড ব্যাংক সালামের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের শরিয়াহ ভিত্তিক অত্যাধুনিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদান করবেন।

[৭] ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক সালামের মাধ্যমে উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন।

[৮] ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান উজ জামান বলেন, বাংলাদেশ ব্যাংক কতৃক পরিচালিত শরীয়াহ নীতিমালা সমূহ কঠোরভাবে অনুসরণ করে মিডল্যান্ড ব্যাংক সালাম পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়