শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-২০ বিশ্বকাপ পিছিয়ে আইপিএল আয়োজনের পরামর্শ নাইটরাইডার্সের কোচ ম্যাককালামের

এল আর বাদল : [২] বিশ্বজুড়ে করোনার আবহে টি-২০ বিশ্বকাপের আয়োজন সম্ভব নয়। বরং ওই সময় আয়োজিত হোক আইপিএল। এমনটাই দাবি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাককালামের। তিনি বলছেন, প্রয়োজনে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দিয়ে আগামী বছর শুরুর দিকে আয়োজন করা যেতে পারে।

[৩] অক্টোবরের মাঝ পর্বে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা চলবে। ম্যাককালামের মতে, এই পরিস্থিতিতে আদৌ বিশ্বকাপ করা যাবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। কারণ, বিশ্বকাপের জন্য ১৬টি দেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সম্প্রচারকারী সংস্থার কর্মী, সমর্থক সবাইকে অস্ট্রেলিয়ায় উড়ে যেতে হবে। এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তাছাড়া ফাঁকা স্টেডিয়ামে খেলার যে প্রস্তাব দেওয়া হচ্ছে, সেটিও বাস্তবসম্মত নয়। -জিনিউজ

[৪] কারণ, ফাঁকা স্টেডিয়ামে খেললে যে আর্থিক ক্ষতি হবে, তা সামলাতে পারবে না অস্ট্রেলিয়া। বরং ওই সময় আইপিএলের আয়োজন অনেক সহজ। কারণ, আইপিএলের জন্য শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের উড়িয়ে আনতে হবে। যা অনেক সহজ কাজ। তাছাড়া, আইপিএলে ফাঁকা স্টেডিয়ামে খেলা হলেও সেই আর্থিক ধাক্কা সামলানোর ক্ষমতা বিসিসিআয়ের আছে।

[৫] উল্লেখ্য, গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা এবং দেশব্যাপী লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে মেগা টুর্নামেন্ট। কেকেআর কোচ বলছেন, আইপিএল আয়োজিত না হলে ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ পর্যন্ত সকলেরই আর্থিক ক্ষতি। তাই যেনতেন প্রকারে আইপিএল হওয়া উচিত। ম্যাককালাম বলছেন, আইসিসির রোজগারের একটা বড় অংশ আসে এই বিশ্বকাপ থেকে। তাই ফাঁকা স্টেডিয়ামে খেলা সম্ভব নয়। একমাত্র বিসিসিআই পারে ফাঁকা স্টেডিয়ামে খেলাতে। তাই অক্টোবরে আইপিএল হতে পারে। টি-২০ বিশ্বকাপ আরেকটু পরে ২০২১ সালের শুরুতে হতে পারে। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়