শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার কারোর কথা শোনে না, তারা এক দলীয় নীতিতে চলে: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : [২] জাতীয় ঐক্য বা টাক্সফোর্স গঠন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তারা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে বলেই একই ধারায় চলছে। সরকার না চাইলে বিরোধীদল কিভাবে কাজ করবে। বিরোধী দলের হাতে তো কোনো ক্ষমতা নেই। বিরোধী দলের হাতে সেনাবাহিনী পুলিশ স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার নেই। এটা করতে হবে সরকারকেই। সরকারকেই বলতে হবে বিরোধী দলকে আসার জন্য।

[৩] তিনি বলেন, ভারত করেছে তারা বিরোধী দলকে ডেকে মোদি সাহেব তাদের সঙ্গে কথা বলেছেন। একইভাবে আমাদের প্রধানমন্ত্রী ডাকতে পারতেন বিরোধী দলের সবাইকে ডেকে পরামর্শ করে দেশ চালাতে পারতেন এই সমস্যা মোকাবেলা করতে পারতেন।

[৪] বিভিন্ন দেশে সরকার এবং বিরোধী দল একত্রিত হয়ে সংকট মোকাবেলা করছে কিন্তু বাংলাদেশে আপনারা পারছেন না কেন এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এটা সরকারকেই জিজ্ঞাসা করুন, আমরা ইতিমধ্যে ঐক্যের ডাক দিয়েছি। বাম মোর্চা এবং ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলেছি। সেখান থেকেই জাতীয় ঐক্যের জন্য আমরা সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে বলেছি। আর জাতীয় ঐক্য করে একটি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে।

[৫] তিনি বলেন, আমরা টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছি। বিশেষজ্ঞ রাজনীতিবিদ সুশীল সমাজের মানুষদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করে সমস্যার মোকাবেলা করা যেতে পারে।

[৬] বিএনপি মহাসচিব বলেন, এই অসুখের একটি প্রধান উপকরণ হচ্ছে ভেন্টিলেটার। ভাইরাসটি যখন ফুসফুসে চলে যায় তখন শ্বাসকষ্ট তৈরি হয়। আমাদের পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। এর সংখ্যা এত কম ৯জন রোগীকে ভেন্টিলেটার দেওয়া হয়েছিল তার মধ্যে ৮জন মারা গেছে।

[৭] জাতীয় ঐক্য ও টাক্সফোর্স গঠন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়