শিরোনাম

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোবেলজয়ী অ্যালিস মুনরোর প্রশ্ন ,বিশ্বে ঘুরে ফিরে মহামারী গুলো প্রতি শতাব্দীর ২০ সালের দিকে ঘটছে কেন !

দেবদুলাল মুন্না:[২] কানাডিয়ান এ সাহিত্যিক বর্তমানে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বাস করছেন। তিনি বুধবার ‘পেন রাইটার্স ডটনেট’ এ সাক্ষাৎকারে এসব কথা জানান।

[৩]তিনি বলেন, ১৭২০ সালের দিকে ফ্রান্সে বিস্তার লাভ করেছিল প্লেগ, ১৮২০ সালে কলেরা, ১৯২০ সালে ‘স্প্যানিস ফ্লু’ আর ২০২০ সালে ফের মহামারী হয়ে ফিরে এসেছে ‘করোনা ভাইরাস’।প্রতি শতাব্দীর ভয়াবহ মহামারী প্রান কেড়েছে লক্ষাধিক মানুষের।

[৪]তিনি জানান, এ জিনিসটি কাকতালীয় হলেও তাকে ভাবাচ্ছে। প্রতি শতাব্দীতে ১৯-থেকে২০ সালের ভেতরে বেশ কয়েকটি মহামারীর ঘটনা ঘটেছে।

[৫]তিনি বলেন তার বয়স হয়েছে।এখন নিয়মিত লেখছেন না। একজন কেয়ারটেকার রয়েছেন। কেয়ার টেকারই রান্নার কাজ করেন। এখন তার সময় কাটছে সিএএনের লোনলি প্ল্যানেট অনুষ্ঠানটি নিয়মিত দেখে।

[৬]এ অনুষ্ঠান দেখে তার মনে হয় আসলেই মানুষ মুলত যতোই সংঘবদ্ধভাবেই বাচুঁক না কেন, মানুষ প্রকৃত অর্থে একাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়